Makar Sankranti 2022: বাঙালিদের কাছে পৌষ পার্বণ, অন্য রাজ্যে মকর সংক্রান্তিকে কী নামে ডাকা হয় জানেন

1/15দেশের এক এক প্রান্তে এই উৎসবের এক এক নাম। দেখে নেওয়া যাক, কোথায় কী নামে ডাকা হয় একে।

উত্তরপ্রদেশে এই উৎসবের নাম উত্তরায়ণ। ঘুঘুটি বা মকর সংক্রান্তি বলেও ডাকা হয় সেখানে।
2/15উত্তরপ্রদেশে এই উৎসবের নাম উত্তরায়ণ। ঘুঘুটি বা মকর সংক্রান্তি বলেও ডাকা হয় সেখানে।
অন্ধ্রপ্রদেশে এই উৎসবের নাম পেড্ডা পান্ডুগা। 
3/15অন্ধ্রপ্রদেশে এই উৎসবের নাম পেড্ডা পান্ডুগা। 
তেলেঙ্গানায় দিনটি পালন করা হয় সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ন হিসাবে। মধ্যপ্রদেশেও তাই। তবে সেখানে কেউ কেউ দিনটিকে মকর সংক্রমণও বলেন।
4/15তেলেঙ্গানায় দিনটি পালন করা হয় সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ন হিসাবে। মধ্যপ্রদেশেও তাই। তবে সেখানে কেউ কেউ দিনটিকে মকর সংক্রমণও বলেন।
ওড়িশায় এ দিনটির নাম মকর চাউলা বা মকর সংক্রান্তি। (ছবি: ইনস্টাগ্রাম, eOdisha.Org-এর সৌজন্য)
5/15ওড়িশায় এ দিনটির নাম মকর চাউলা বা মকর সংক্রান্তি। (ছবি: ইনস্টাগ্রাম, eOdisha.Org-এর সৌজন্য)
বিহারে অনেকে এই দিনটিকে তিল সংক্রান্তি হিসাবেও পালন করেন।
6/15বিহারে অনেকে এই দিনটিকে তিল সংক্রান্তি হিসাবেও পালন করেন।
কেরলে এই উৎসবের নাম মকরভিলাক্কু বা মকর জ্যোতি। কর্ণাটকে সুগ্গি হাব্বা নামে ডাকা হয় একে। (ছবি: ইনস্টাগ্রাম, RC Ratheesh-এর সৌজন্যে)
7/15কেরলে এই উৎসবের নাম মকরভিলাক্কু বা মকর জ্যোতি। কর্ণাটকে সুগ্গি হাব্বা নামে ডাকা হয় একে। (ছবি: ইনস্টাগ্রাম, RC Ratheesh-এর সৌজন্যে)
তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও অনেকে পোঙ্গল পালন করেন। খুব ধুমধাম করে দিনটি পালন করা হয়। 
8/15তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও অনেকে পোঙ্গল পালন করেন। খুব ধুমধাম করে দিনটি পালন করা হয়। 
মহারাষ্ট্র এবং গোয়ায় একে ডাকা হয় হলদি কুমকুম নামে। অনেকে আবার মাঘি সংক্রান্তিও বলেন।
9/15মহারাষ্ট্র এবং গোয়ায় একে ডাকা হয় হলদি কুমকুম নামে। অনেকে আবার মাঘি সংক্রান্তিও বলেন।
গুজরাটে এদিন ঘুড়িরও উৎসব। উত্তরায়ণ নামে ডাকা হয় দিনটিকে। হিমাচল প্রদেশে একে ডাকা হয় মাঘি সাজি নামে। রিয়ানায় এর নাম সক্রত। 
10/15গুজরাটে এদিন ঘুড়িরও উৎসব। উত্তরায়ণ নামে ডাকা হয় দিনটিকে। হিমাচল প্রদেশে একে ডাকা হয় মাঘি সাজি নামে। রিয়ানায় এর নাম সক্রত। 
পঞ্জাবেও এর নাম মাঘি। এদিন লোরি উৎসব পালন করা হয় রাজ্যে। 
11/15পঞ্জাবেও এর নাম মাঘি। এদিন লোরি উৎসব পালন করা হয় রাজ্যে। 
অসমে এই দিনটিতে পালন করা হয় মাঘ বিহু। ভোগালি বিহুও বলেন অনেকে। ত্রিপুরাই একে হাংরাই বলা হয়।
12/15অসমে এই দিনটিতে পালন করা হয় মাঘ বিহু। ভোগালি বিহুও বলেন অনেকে। ত্রিপুরাই একে হাংরাই বলা হয়।
পশ্চিমবঙ্গে এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়। পিঠেপুলি, পাটিসাপটা তৈরি হয় বাড়িতে বাড়িতে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এ দিন পৌষ পার্বণ পালন করা হয়। (ছবি: ইনস্টাগ্রাম, Sparshi Banerjee-র সৌজন্যে)
13/15পশ্চিমবঙ্গে এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়। পিঠেপুলি, পাটিসাপটা তৈরি হয় বাড়িতে বাড়িতে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এ দিন পৌষ পার্বণ পালন করা হয়। (ছবি: ইনস্টাগ্রাম, Sparshi Banerjee-র সৌজন্যে)
সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই দিনটি পালন করা হয়। উজাভার থিরুনাল আর থাই পোঙ্গাল বলা হয় একে।
14/15সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই দিনটি পালন করা হয়। উজাভার থিরুনাল আর থাই পোঙ্গাল বলা হয় একে।
 যে প্রদেশে বা যে দেশেই পালন করা হোক না কেন, সর্বত্রই কারণ একই ধরনের। সূর্যের আরাধনা বা নতুন ফসলে ফলানোর দিনটি উদ্‌যাপন করা। এই কারণেই পালন করা হয় মকর সংক্রান্তি। 
15/15 যে প্রদেশে বা যে দেশেই পালন করা হোক না কেন, সর্বত্রই কারণ একই ধরনের। সূর্যের আরাধনা বা নতুন ফসলে ফলানোর দিনটি উদ্‌যাপন করা। এই কারণেই পালন করা হয় মকর সংক্রান্তি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.