সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণের পর সচিনকেও বড় দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু BCCI-র

একদা ভারতীয় ব্যাটিং লাইনআপের প্রাণ, তিন মেগাতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ইতিমধ্যেই বিভিন্ন ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত। এবার তাঁদের সঙ্গে সচিন তেন্ডুলকরকেও বোর্ডের কোনো না কোনো দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই।

বর্তমানে বোর্ডের সভাপতি সৌরভ, ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকায় রয়েছেন রাহুল দ্রাবিড় এবং দ্রাবিড়ের জায়গায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ। প্রখ্যাত চার মূর্তির মধ্যে একমাত্র সচিনই এখনও সরাসরি কোনোভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত নন। তবে The Times of India-র এক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, সচিনকে কোনো এক ভূমিকায় বোর্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন।ট্রেন্ডিং স্টোরিজ

কিছুদিন আগেও বোর্ড সভাপতি সৌরভ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সচিন পাকাপাকিভাবে বোর্ডের কোনো দায়িত্ব নিতে তেমন আগ্রহী নন। তবে অদূর ভবিষ্যতে সেই পরিস্থিতির বদল ঘটলেও ঘটতে পারে। সচিন বা জয় শাহের তরফে প্রকাশ্যে এখনও এই বিষয়ে কিছু শোনা না গেলেও, মনে করা হচ্ছে জাতীয় নির্বাচকের দায়িত্বে দেখা যেতে পারে ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিনকে। প্রসঙ্গত, বোর্ডের কোনো পদে নিযুক্ত হতে হলে সচিনকে আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব ছাড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.