করোনায় যাত্রী কম, নিয়মের গেরোয় ১৮,০০০ ফাঁকা প্লেন উড়িয়েছে এই বিমান সংস্থা!

1/6করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল বিমান পরিষেবা। সেই লোকসানের পরিমাণ যে কতটা সাংঘাতিক, তা স্পষ্ট হল লুফতানসার এক পরিসংখ্যানে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

জার্মানির বৃহত্তম বাণিজ্যিক উড়ান সংস্থা লুফতানসা। দ্য বুলেটিন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৮,০০০টি ফ্লাইট কোনও যাত্রী ছাড়াই উড়াতে বাধ্য হয়েছে সংস্থা। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
2/6জার্মানির বৃহত্তম বাণিজ্যিক উড়ান সংস্থা লুফতানসা। দ্য বুলেটিন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৮,০০০টি ফ্লাইট কোনও যাত্রী ছাড়াই উড়াতে বাধ্য হয়েছে সংস্থা। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী প্রধান বিমানবন্দরগুলিতে স্লট রাখার জন্য এয়ারলাইন্সগুলিকে নির্ধারিত ফ্লাইটের একটি নির্দিষ্ট শতাংশ ওড়াতেই হবে। প্রতীকী ছবি : পিটিআই (REUTERS)
3/6ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী প্রধান বিমানবন্দরগুলিতে স্লট রাখার জন্য এয়ারলাইন্সগুলিকে নির্ধারিত ফ্লাইটের একটি নির্দিষ্ট শতাংশ ওড়াতেই হবে। প্রতীকী ছবি : পিটিআই (REUTERS)
করোনার আগে এয়ারলাইন্সদের তাদের নির্ধারিত টেক-অফ এবং ল্যান্ডিং স্লটের কমপক্ষে ৮০ শতাংশ ব্যবহার করতে হত। প্রতীকী ছবি : পিটিআই (REUTERS)
4/6করোনার আগে এয়ারলাইন্সদের তাদের নির্ধারিত টেক-অফ এবং ল্যান্ডিং স্লটের কমপক্ষে ৮০ শতাংশ ব্যবহার করতে হত। প্রতীকী ছবি : পিটিআই (REUTERS)
পরে করোনা পরিস্থিতিতে কিছুটা ছাড় দেওয়া হয়। ৫০ শতাংশ উড়ানে মাত্রা স্থির করা হয়। তবে তাতেও বড়সড় লোকসান হয়েছে উড়ান সংস্থাগুলির। প্রতীকী ছবি : রয়টার্স (Reuters)
5/6পরে করোনা পরিস্থিতিতে কিছুটা ছাড় দেওয়া হয়। ৫০ শতাংশ উড়ানে মাত্রা স্থির করা হয়। তবে তাতেও বড়সড় লোকসান হয়েছে উড়ান সংস্থাগুলির। প্রতীকী ছবি : রয়টার্স (Reuters)
লুফথানসা গ্রুপ, গত বছর শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেই প্রায় ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে।  প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
6/6লুফথানসা গ্রুপ, গত বছর শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেই প্রায় ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে।  প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.