বিরাট কোহলি কিনা চোট পেয়েছেন? তাঁর মতো ফিট খেলোয়াড় চোটের জন্য টেস্ট খেলতে পারছেন না, তা ভেবেই অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। সেই বিষয়ে এবার মুখ খুললেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। বললেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট না খেলার জন্য নিজেকে প্রায় দোষী মনে হচ্ছিল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘যখন আপনি একটি টেস্টে খেলতে না পারেন, তখন নিজেকে প্রায় দোষী মনে হয়। আপনাদের মনে হবে, কীভাবে আমার পিঠে চোট লাগল? কীভাবে এটা হতে পারে? কিন্তু যাতায়াত, অনুশীলন, ক্রিকেট – সবকিছু মিলিয়ে একটা বিষয় আছে। যা তুলে ধরে যে আপনি খেলছেন। আপনিও মানুষ। হতাশ হয়ে পড়া উচিত নয়। তবে হ্যাঁ, এটা উদ্ভট মনে হয়।’ট্রেন্ডিং স্টোরিজ
চোটের জন্য দ্বিতীয় টেস্ট খেলতে না পারলেও কেপটাউনে শেষ তথা তৃতীয় টেস্টে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট বলে জানিয়েছেন বিরাট। যে টেস্ট আগামিকাল (মঙ্গলবার) থেকে শুরু হতে চলেছে। তারইমধ্যে যাঁরা লাগাতার তিনটি ফর্ম্যাটের ক্রিকেট খেলে আসছেন, তাঁদের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিরাট। তিনি বলেন, ‘হ্যাঁ, দেখুন, যতটা ফিট হওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু বাস্তব হল যে আমরা প্রচুর পরিমাণে ক্রিকেট খেলি – সেটা অস্বীকার করা যায় না। সর্বদা ফিট থাকার ক্ষেত্রে আমি গর্ববোধ করি। কিন্তু অনেক সময় আমরা বিষয়টাকে হালকাভাবে নিয়ে থাকি। ২০১২ সাল থেকে আমি আইপিএলের সঙ্গে লাগাতার টানা তিনটি ফর্ম্যাটে খেলে যাচ্ছি। এটা ভেবে নেওয়া হচ্ছে যে আমি সব ম্যাচেই খেলব।’
বিশেষত করোনাভাইরাস পরিস্থিতিতে লাগাতার তিনটি ফর্ম্যাটে সব ম্যাচ খেলা যথেষ্ট চাপের হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিরাট। তাঁর বক্তব্য, ‘এখন এমন পরিবেশে খেলা হচ্ছে, যখন (খেলোয়াড়রা) বেশিরভাগ সময় কোনও নিয়মে আটকে থাকছেন। আমার মতে, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হচ্ছে। করা হচ্ছে বিবেচনা। আগামিদিনে এই পরিস্থিতির উন্নতি হবে। একমাত্র সেভাবেই আমরা পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারাতে চান না।’সম্পর্কিত খবর