Gold Bond scheme Dates: আজ থেকে সস্তায় বিক্রি হচ্ছে সোনা, কতদিন সেই সুযোগ পাবেন? দাম কত পড়ছে?

1/6আপনি যদি সস্তায় সোনা কেনার বিষয়ে চিন্তাভাবনা করেন, তাহলে আপনার জন্য সুখবর আছে। যদিও হাতে পাবেন না সেই সোনা। গোল্ড বন্ড হিসেবে তা বিনিয়োগ করতে পারবেন আপনি। যে গোল্ড বন্ড আজ (সোমবার) থেকে বাজারে ছাড়া হয়েছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত গোল্ড বন্ড ইস্যু করা হবে। (ছবিটি প্রতীকী)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের নবম দফার গোল্ড বন্ড পাঁচদিন ইস্যু করা হবে। প্রতি গ্রাম সোনার দাম ধার্য করা হয়েছে ৪,৭৮৬ টাকা। যা অষ্টম দফার থেকে পাঁচ লাখ টাকা কম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের নবম দফার গোল্ড বন্ড পাঁচদিন ইস্যু করা হবে। প্রতি গ্রাম সোনার দাম ধার্য করা হয়েছে ৪,৭৮৬ টাকা। যা অষ্টম দফার থেকে পাঁচ লাখ টাকা কম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
যাঁরা অনলাইনে গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন করবেন বা কিনবেন, তাঁদের ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা অনলাইনে কিনবেন এবং ডিজিটাল মোডে লেনদেন করবেন, তাঁরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৪,৭৩৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6যাঁরা অনলাইনে গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন করবেন বা কিনবেন, তাঁদের ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা অনলাইনে কিনবেন এবং ডিজিটাল মোডে লেনদেন করবেন, তাঁরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৪,৭৩৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কীভাবে গোল্ড বন্ড কিনবেন? ব্যাঙ্ক (স্মল ফিনান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক), স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএইচসিআইএল), ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (সিসিআইএ), নির্দিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং নির্দিষ্ট স্টক এক্সচেঞ্জ (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ) থেকে গোল্ড বন্ড কিনতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6কীভাবে গোল্ড বন্ড কিনবেন? ব্যাঙ্ক (স্মল ফিনান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক), স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএইচসিআইএল), ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (সিসিআইএ), নির্দিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং নির্দিষ্ট স্টক এক্সচেঞ্জ (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ) থেকে গোল্ড বন্ড কিনতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
গোল্ড বন্ডের ন্যূনতম এবং সর্বাধিক সীমা: ন্যূনতম এক গ্রাম গোল্ড বন্ড কেনা যায়। সর্বোচ্চ সীমার ক্ষেত্রে বিভিন্ন ভাগ আছে। কোনও অর্থবর্ষে (এপ্রিল থেকে মার্চ) সর্বাধিক চার কিলোগ্রামের গোল্ড বন্ড কিনতে পারবেন কোনও ব্যক্তি। ট্রাস্ট বা ওই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সীমা হচ্ছে ২০ কিলোগ্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6গোল্ড বন্ডের ন্যূনতম এবং সর্বাধিক সীমা: ন্যূনতম এক গ্রাম গোল্ড বন্ড কেনা যায়। সর্বোচ্চ সীমার ক্ষেত্রে বিভিন্ন ভাগ আছে। কোনও অর্থবর্ষে (এপ্রিল থেকে মার্চ) সর্বাধিক চার কিলোগ্রামের গোল্ড বন্ড কিনতে পারবেন কোনও ব্যক্তি। ট্রাস্ট বা ওই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সীমা হচ্ছে ২০ কিলোগ্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
গোল্ড বন্ডের মেয়াদ? গোল্ড বন্ডের মেয়াদ থাকে আট বছরের। পঞ্চম বছরের পর পরবর্তী সুদ প্রদানের দিনে গোল্ড বন্ড ছেড়ে দেওয়ার সুযোগ থাকে। সেজন্য বিনিয়োগকারীকে টাকাও দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6গোল্ড বন্ডের মেয়াদ? গোল্ড বন্ডের মেয়াদ থাকে আট বছরের। পঞ্চম বছরের পর পরবর্তী সুদ প্রদানের দিনে গোল্ড বন্ড ছেড়ে দেওয়ার সুযোগ থাকে। সেজন্য বিনিয়োগকারীকে টাকাও দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.