ক্রমশ গভীর হচ্ছে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ গভীর হচ্ছে। যার ফলে আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিশেষ করে আজ শনিবার বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
সাগরে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে বলে জানানো হয়েছে। আর সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলার সমুদ্র সৈকত দিঘা,মন্দারমণিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কাউকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না।
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তরফে করা হচ্ছে মাইকিং। একদিকে যখন প্রশাসনের তরফে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে শঙ্করপুর।
জানা যাচ্ছে সমুদ্রের বাঁধ টপকে শঙ্করপুরের গ্রামে জল ঢুকে গিয়েছে। বেশ কয়েকটি গ্রাম সমুদ্রের জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে শঙ্করপুরের সমুদ্রতীরবর্তী বিস্তির্ন অঞ্চল কার্যত ভাসতে শুরু করেছে। হঠাৎ করে জল ঢুকে পড়ায় বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন প্রশাসনের আধিকারিকরা। আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি আরও জটিল হবে সেজন্যে সমুদ্র সংলগ্ন জায়গাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে মন্দারমণিতেও বিশেষ নজরদারী চলছে প্রশাসনের তরফে। সমুদ্রে থাকা হোটেলগুলিতে পর্যটকরা যাতে সমুদ্রে না নামে সেজন্যে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সৈকতেও চলছে পুলিশের নজরদারী।