৯ই জানুয়ারি রবিবার কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট হবে। কলেজের অধ্যাপক পদের জন্য় যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষা। তবে করোনা পরিস্থিতিতে বিশেষ কিছু নিয়ম লাগু করা হয়েছে এই পরীক্ষার জন্য। প্রথমত পরীক্ষা সকাল সাড়ে ৯টার বদলে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে বলে ঠিক করা হয়েছে। এদিকে প্রথমপত্রের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত হবে। অন্য়দিকে দ্বিতীয়পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে। তবে সমস্ত ক্ষেত্রেই পরীক্ষার্থীদের কোভিড বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। রাজ্যের কাছ থেকে সম্মতি পাওয়ার পরেই কলেজ সার্ভিস কমিশন এব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এবছর ৯০ হাজারেরও বেশি পরীক্ষার্থী সেট পরীক্ষা দেবেন। ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে যে সমস্ত পরীক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরাও পরীক্ষা দিতে পারবেন। তবে তাঁদের জন্য বিশেষ আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সেই ঘরে যাঁরা গার্ড দেবেন তাঁরা পিপিই কিট পরে থাকবেন। করোনায় আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা করে প্রশ্নপত্র রাখা থাকবে। তাদের উত্তরপত্র আলাদা করে প্যাকিং করা হবে। মূলত সংক্রমণ যাতে না ছড়ায় সেকারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।