দেশে ক্রমেই করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্ট বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কাকে মাথায় রেখেই বিধিনিষেধ আরোপ করেই পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিল যে উত্তরপ্রদেশ ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ বাদে একমাত্র মণিপুরেই একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরের ৬০টি আসনে দুই দফায় ভোট হবে। তাছাড়া উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবে এক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।
উত্তরপ্রদেশে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ মার্চ। উত্তরপ্রদেশে সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ।
এদিকে উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশন। এই রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। মণিপুর বিধানসভা নির্বাচন ২ দফায় অনুষ্ঠিত হবে। এই রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এই রাজ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ৩ মার্চ। গোয়ায় এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশন। পঞ্জাবেও এক দফাতেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশন। উত্তরাখণ্ডের পাশাপাশি পঞ্জাবে গোয়াতে ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। পাঁচ রাজ্যেরই ফলাফল প্রকাশ হবে ১০ মার্চ।