করোনা ভাইরাসের বাড় বাড়ন্তে ফের একবার আতঙ্কে গোটা বিশ্ব। ক্রীড়াজগতেও এর প্রভাব স্পষ্টভাবে বিদ্যমান। কিছুদিন আগেই রঞ্জি ট্রফিসহ বেশিরভাগ ভারতীয় ঘরোয়া টুর্নামেন্টই বাতিল করেছে বিসিসিআই। এবার করোনার জেরে পিছিয়ে যেতে পারে আইপিএলের মেগা নিলামও।
প্রথমে জানুয়ারি মাসেই আইপিএলের নিলাম আয়োজন করার পরিকল্পনা থাকলেও আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা ঘিরে সমস্যার জেরে পিছিয়ে যায় নিলাম। শোনা যাচ্ছে বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল নিলাম আয়োজন হওয়ার কানাঘুষো শোনা গেলেও, করোনার প্রকোপে ফের একবার তা পিছিয়ে যেতে পারে বলে খবর। Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী, করোনার বাড় বাড়ন্তে বিসিসিআই এক সপ্তাহ বা ১০ দিন মতো আইপিএল নিলামের দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। বদল ঘটতে পারে নিলামের জায়গারও। বেঙ্গালুরুর বদলে অন্য কোথাও বসতে পারে আসর।ট্রেন্ডিং স্টোরিজ
তবে সরকার দ্বারা নির্ধারিত নিয়ম মেনেই সবকিছুই করা হবে বলে এক বিসিসিআই আধিকারিক জানিয়েছেন। এ বছর যে পুনরায় ভারতেই আইপিএল আয়োজিত হবে, তা জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে যে হারে করোনা বাড়ছে, তাতে আইপিএল আয়োজন ঘিরেও অশনি সঙ্কেত দেখা দিয়েছে। শেষমেশ কবে আইপিএলের মেগা নিলাম হয়, তা পাকাপাকিভাবে জানতে বিসিসিআইয়ের সরকারি বিবৃতির অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো রাস্তা নেই।