‘আগেই উদ্বোধন করেছি’, ক্যান্সার হাসপাতালের অনুষ্ঠানে মোদীর সামনে বললেন মমতা

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে এদিন ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর প্রধানমন্ত্রীর সামনেই মমতা দাবি করেন, এই হাসপাতাল ভবনের উদ্বোধন তাঁর সরকার আগেই করে ফেলেছে। পাশাপাশি এদিন তিনি মনে করান হাসপাতালের নয়া ক্যাম্পাস তৈরিতে অবদান রয়েছে রাজ্য সরকারেরও।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণেই আমি অনুষ্ঠানে উপস্থিত। আমন্ত্রণ জানাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দুই বার ফোন করেন। প্রধানমন্ত্রী যে বাংলার উন্নয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই আমি। তবে আমি বলতে চাই, এই ক্যাম্পাসের উদ্বোধন আমরা আগেই করে দিয়েছি।‘ট্রেন্ডিং স্টোরিজ

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিডের প্রথম ঢেউয়ের সময় আমাদের আরও বেশি স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজন হয়ে পড়েছিল। তখনই নিউ টাউনে এই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি আমার নজরে আসে। এরপরই এটি ব্যবহারের সিদ্ধান্ত নিই আমি। আমরা এখানে সেফ হোম তৈরি করেছিলাম। এই ভবনটি আমাদের খুব কাজে এসেছে।’

এরপর মুখ্যমন্ত্রী মমতা জানান যে এই হাসপাতাল তৈরিতে ২৫ শতাংশ খরচ করেছে রাজ্য সরকার। মমতা বলেন, ‘এই হাসপাতাল গড়তে ২৫ শতাংশ অর্থ রাজ্য দিয়েছে। রাজ্য হাসপাতালের জন্য ১১ একর জমি দিয়েছে। হাসপাতাল চালাতে ধারাবাহিক খরচও রাজ্য দেবে।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর সামনেই তিনি অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রের থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজের ৪০ শতাংশ পায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.