ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে কেপ টাউনে প্রথম একাদশে ফিরবেন? এই নিয়ে তীব্র জল্পনা চলছে। হঠাৎ করে পিঠে খিঁচ লাগায় জোহানেসবার্গ টেস্টে খেলেননি ভারত-অধিনায়ক। আর সেই টেস্টেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যার ফলে সিরিজ এখন ১-১ হয়ে রয়েছে। শেষ টেস্ট তাই ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জোহানেসবার্গে চতুর্থ দিনে ভারত ৭ উইকেটে ম্যাচ হেরে যায়। এই টেস্টে কোহলির পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। ম্যাচ হারের পর রাহুল বলেন, ‘বিরাট ইতিমধ্যেই অনেকটা ভালো রয়েছে। গত কয়েক দিন নেটে অনুশীলন করেছে। পাশাপাশি ও ফিল্ডিং করছে এবং মাঠে দৌড়াচ্ছে। আমি মনে করি ও সুস্থই থাকবে।’ট্রেন্ডিং স্টোরিজ
পরে, সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলে দেন, ‘সব দিক থেকেই ওর ভালো থাকা উচিত।’ দ্রাবিড় আরও বলেছেন, ‘ও কিছুটা দৌড়ানোর সুযোগ পেয়েছে। নিজেকে কিছুটা পরীক্ষা করার সুযোগ পেয়েছে। আমি আশা করি, কেপ টাউনে কয়েকটি নেট সেশনের পর ও ফিট হয়ে উঠবে।’
যদিও দ্রাবিড় জানিয়ে দেন তিনি এই নিয়ে এখনও ফিজিও-র সঙ্গে বিস্তারিত আলোচনা করেননি। তাঁর মতে, ‘আমি এখনও ফিজিওর সাথে বিশদে আলোচনা করিনি। তবে আমি যা শুনছি এবং ওর সাথে কথা বলে জেনেছি, ও সত্যিই উন্নতি করছে এবং চার দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, ১১ জানুয়ারি থেকে কেপটাউনে তৃতীয় টেস্ট শুরু হবে। এই টেস্ট জিতে কি ভারত দক্ষিণ আফ্রিকায় ইতিহাস লিখবে? এর মাঝেই শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সিরাজ জোহানেসবার্গে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন।
সিরাজকে নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘আগামী কয়েক দিন ওকে পর্যবেক্ষণ করতে হবে। ও প্রতিদিন ভালো বোধ করছে। ও নিজের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী হতে শুরু করেছে। তবে হ্যামস্ট্রিং-এ চোট পাওয়ার পর সরাসরি ১০০ শতাংশ দেওয়াটা সহজ নয়।’ সিরাজ না খেলতে পারলে ঈশান্ত শর্মা বা উমেশ যাদব প্রথম একাদশে ঢুকতে পারেন।