গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখুন, জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বার্তা রাজ্যপালের

উপত্যকায় শান্তি বজায় রাখুন। গুজবে কান দেবেন না। অযথা আতঙ্কিত হবেন না। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই বার্তাই দিয়েছেন সেখানকার রাজ্যপাল সত্য পাল মালিক।

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ছড়িয়ে পড়েছে জঙ্গি আতঙ্ক। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন ভারতীয় সেনাবাহিনী। সেই সাংবাদিক সম্মেলনেই লেফেটেন্যান্ট জেনারেল ধিলোঁ জানিয়েছেন, অমরনাথের যাত্রা পথে উদ্ধার করা হয়েছে একটি ল্যান্ডমাইন, যেখানে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। এছাড়াও টেলিস্কোপিক ভিউয়ের ব্যবস্থা সম্পন্ন একটি এম-২৪ আমেরিকান স্নাইপার রাইফেলও পাওয়া গিয়েছে। এর থেকে এটা স্পষ্ট যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন অমরনাথ যাত্রীদের উপর বড়সড় হামলার ছক কষেছিল। সম্ভবত সেই প্ল্যানে মদত ছিল পাক সেনাবাহিনীরও।

এরপরেই অমরনাথ যাত্রীদের উপত্যকা ছেড়ে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। যাঁরা অমরনাথ পৌঁছে গিয়েছেন, বা যাঁরা পথে রয়েছেন, সকলের উদ্দেশেই জম্মু ও কাশ্মীর সরকারের পরামর্শ তাঁরা যেন নিজেদের প্ল্যান যত দ্রুত সম্ভব কাটছাট করে ওই এলাকা থেকে বেরিয়ে যান। ১৫ অগস্ট পর্যন্ত চলার কথা ছিল যাত্রা। লেফটেন্যান্ট জেনারেল ধিঁলো জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লক্ষ লোক অমরনাথ গিয়েছেন। কোনও বিপদ-আপদ হয়নি। তবে আইইডি বিস্ফোরণ ঘটানোর বড়সড় ছক কষেছিল জঙ্গিরা। তাই নিরাপত্তার খাতিরে তীর্থযাত্রী এবং পর্যটকদের মাঝপথেই যাত্রা শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

উপত্যকায় বড়সড় জঙ্গি হানা হতে পারে এই আঁচ পেয়ে শুক্রবারই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, শাহ ফয়জল, ইমরান আনসারি, সাজ্জাদ লোনের মতো নেতারা। বৈঠকে রাজ্যপাল সত্য পাল মালিক জানান, নিরাপত্তার বিষয়ের সঙ্গে অন্যান্য প্রসঙ্গ টেনে কেবল আতঙ্ক ছড়ানো হচ্ছে জম্মু ও কাশ্মীরে। ৩৫-এ ধারা না-তোলার ব্যাপারেও বৈঠকে হাজির সকলকে আশ্বস্ত করেন রাজ্যপাল। পাশাপাশি তিনি এ-ও বলেন, পাকিস্তান যে হামলার ছক কষেছিল সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত।

অমরনাথ যাত্রার দুটো রুটেই জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। এর আগে ২৫ জুলাই উপত্যকায় মোতায়েন করা হয়েছেন দশ হাজার অতিরিক্ত আধা সামরিক বাহিনী। তখন থেকেই উপত্যকার সাধারণ মানুষ আন্দাজ করেছিলেন বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। তারপরেই সেনাবাহিনী ফাঁস করে নাশকতার ছক। অমরনাথ যাত্রায় এর আগেও জঙ্গি হামলা হয়েছে। সে ক্ষেত্রে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল যাত্রা। তবে চলতি বছর আচমকাই মাঝপথে যাত্রা বন্ধ করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.