UPSC Civil Services 2021 Exam: মেন পরীক্ষা কি সূচি মেনে হবে? রইল বড়সড় আপডেট

1/4সূচি মেনেই হবে ২০২১ সালের সিভিল সার্ভিসেসের (মেন) পরীক্ষা। বুধবার জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস (ইউপিএসসি)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)

ইউপিএসসির তরফে জানানো হয়েছে, সূচি মেনে আগামী ৭, ৮, ৯, ১৫ এবং ১৬ জানুয়ারি হবে ২০২১ সালের সিভিল সার্ভিসের (মেন) পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
2/4ইউপিএসসির তরফে জানানো হয়েছে, সূচি মেনে আগামী ৭, ৮, ৯, ১৫ এবং ১৬ জানুয়ারি হবে ২০২১ সালের সিভিল সার্ভিসের (মেন) পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
ইউপিএসসি: যাতায়াতের জন্য প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার আধিকারিকরা পরিয়চয়পত্র ব্যবহার করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
3/4ইউপিএসসি: যাতায়াতের জন্য প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার আধিকারিকরা পরিয়চয়পত্র ব্যবহার করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
ইউপিএসসি: প্রার্থী এবং পরীক্ষার আধিকারিকরা যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করার জন্য রাজ্যগুলিকে আর্জি জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
4/4ইউপিএসসি: প্রার্থী এবং পরীক্ষার আধিকারিকরা যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করার জন্য রাজ্যগুলিকে আর্জি জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.