ডায়মন্ড, ক্যানিং, বজবজ, লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ দক্ষিণ শাখার শেষ ট্রেন কখন?

1/16শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল: রাত ৯ টা ৫৬ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪০ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/16ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪০ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
শিয়ালদহ-ক্যানিং লোকাল: রাত ৯ টা ৩৭ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/16শিয়ালদহ-ক্যানিং লোকাল: রাত ৯ টা ৩৭ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ক্যানিং-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/16ক্যানিং-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/ হিন্দুস্তান টাইমস)
5/16শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/ হিন্দুস্তান টাইমস)
লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিট। (ছবিটি প্রতীকী)
6/16লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিট। (ছবিটি প্রতীকী)
শিয়ালদহ-কাকদ্বীপ লোকাল: রাত ৮ টা ৩০ মিনিট। রাত ৯ টা ৩০ মিনিটের শিয়ালদহ-নামখানা লোকাল কাকদ্বীপে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
7/16শিয়ালদহ-কাকদ্বীপ লোকাল: রাত ৮ টা ৩০ মিনিট। রাত ৯ টা ৩০ মিনিটের শিয়ালদহ-নামখানা লোকাল কাকদ্বীপে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
কাকদ্বীপ-শিয়ালদহ লোকাল: বিকেল ৪ টে ৩৩ মিনিটের নামখানা-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। কাকদ্বীপে দাঁড়াবে বিকেল ৪ টে ৫০ মিনিটে। (ছবিটি প্রতীকী)
8/16কাকদ্বীপ-শিয়ালদহ লোকাল: বিকেল ৪ টে ৩৩ মিনিটের নামখানা-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। কাকদ্বীপে দাঁড়াবে বিকেল ৪ টে ৫০ মিনিটে। (ছবিটি প্রতীকী)
শিয়ালদহ-নামখানা লোকাল: রাত ৯ টা ৩০ মিনিট। (ছবিটি প্রতীকী)
9/16শিয়ালদহ-নামখানা লোকাল: রাত ৯ টা ৩০ মিনিট। (ছবিটি প্রতীকী)
নামখানা-শিয়ালদহ লোকাল: বিকেল ৪ টে ৩৩ মিনিট। (ছবিটি প্রতীকী)
10/16নামখানা-শিয়ালদহ লোকাল: বিকেল ৪ টে ৩৩ মিনিট। (ছবিটি প্রতীকী)
শিয়ালদহ-বারুইপুর লোকাল: রাত ৮ টা ৪০ মিনিট। রাত ৯ টা ৫৬ মিনিটের শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল বারুইপুরে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
11/16শিয়ালদহ-বারুইপুর লোকাল: রাত ৮ টা ৪০ মিনিট। রাত ৯ টা ৫৬ মিনিটের শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল বারুইপুরে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
বারুইপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিটের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। বারুইপুরে আসবে রাত ১০ টা ৪২ মিনিটে। (ছবিটি প্রতীকী)
12/16বারুইপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিটের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। বারুইপুরে আসবে রাত ১০ টা ৪২ মিনিটে। (ছবিটি প্রতীকী)
শিয়ালদহ-সোনারপুর লোকাল: রাত ৮ টা ৫৪ মিনিট। রাত ৯ টা ৫৬ মিনিটের শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুরে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
13/16শিয়ালদহ-সোনারপুর লোকাল: রাত ৮ টা ৫৪ মিনিট। রাত ৯ টা ৫৬ মিনিটের শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুরে দাঁড়াবে। (ছবিটি প্রতীকী)
সোনারপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিটের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। সোনারপুরে আসবে রাত ১০ টা ৫৪ মিনিটে। (ছবিটি প্রতীকী)
14/16সোনারপুর-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ৪৫ মিনিটের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল দাঁড়াবে। সোনারপুরে আসবে রাত ১০ টা ৫৪ মিনিটে। (ছবিটি প্রতীকী)
শিয়ালদহ-বজবজ লোকাল: রাত ৯ টা ৩৮ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
15/16শিয়ালদহ-বজবজ লোকাল: রাত ৯ টা ৩৮ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
বজবজ-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ১৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
16/16বজবজ-শিয়ালদহ লোকাল: রাত ৯ টা ১৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.