কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও ফিরল কনটেনমেন্ট জোন। বিধাননগর, ব্যারাকপুর এবং বারাসতের ৪১ টি এলাকায় বাড়তি বিধিনিষেধ কার্যকর করা হতে চলেছে। অর্ধেকের বেশি কনটেনমেন্ট জোন বিধাননগরের মধ্যে পড়ছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ওয়ান, সেক্টর থ্রি, বাঙুর অ্যাভিনিউ, লেকটাউন, সল্টলেক, বাগুইহাটি মিলিয়ে বিধাননগর মহকুমার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপুরজি কমপ্লেক্সের একাংশও কনটেনমেন্ট জোনের তালিকায় আছে। ব্যারাকপুর সাব-ডিভিশনের মধ্যে আবার নিমতা, বরাহনগর, খড়দহ, ঘোলার ১৮ টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কনটেনমেন্ট জোন আছে বারাসত মহকুমায়। দুটিই হাবড়া থানার অন্তর্গত।