করোনার দাপট বেড়েছে রাজ্য জুড়েই। এদিকে কোভিড পরিস্থিতির জেরে অনেকেরই রোজকার আয়ে টান পড়েছে। বিশেষত সমস্যায় পড়ছেন নিম্নবিত্ত মানুষরা। এদিকে তার উপর দিন আনা দিন খাওয়া পরিবারের কারোর যদি করোনা হয় তবে তো মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ার সামিল। তবে আর্থিকভাবে দুর্বল মানুষদের কেউ করোনা আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিল নবান্ন। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনও পরিবার করোনায় আক্রান্ত হলে তাঁর বাড়িতে পুলিশই খাবার পৌঁছে দেবে। তাঁরা যাতে কোনওভাবেই খাবারের সমস্যায় না পড়েন সেব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন।
আপাতত ঠিক হয়েছে, মুড়ি. চাল, ডাল ও বিস্কুট প্যাকেটে ভরে করোনা আক্রান্তের বাড়ি পৌঁছে দেবে পুলিশ। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাশাসক এনিয়ে নজরদারি করবেন। জেলাশাসকদের এব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে কেবলমাত্র করোনা আক্রান্ত গরিব মানুষই এই ধরনের প্যাকেট পাবেন। বাসিন্দাদের একাংশের মতে, কোনও পরিবারের কর্তা যদি করোনায় আক্রান্ত হন তবে সেই পরিবার মারাত্মক সমস্যায় পড়ে যায়। তিনি বাড়ি থেকে বেরোতে না পারায় আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যায়। সেকারণেই সেই পরিবার যাতে খাবারের সংকটের মধ্যে না পড়ে সেটাই নিশ্চিত করতে চাইছে নবান্ন।