সৈকত শহর দিঘাতে এবার কঠোরভাবে নিষিদ্ধ করা হল প্লাস্টিক। দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, প্লাস্টিকের ব্যাগ ও থার্মোকল সামগ্রীর ব্যবহার দেখলে ৫০০ টাকা জরিমানা করা হবে ৷ বাদ পড়বেন না পর্যটকরাও ৷
মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে ক্রমাগত তা গিয়ে মিশছে সমুদ্রের জলে ৷ যার ফলে হারিয়ে যাচ্ছে সমুদ্রের জীব বৈচিত্র। ক্ষতি হচ্ছে মাটি ও পরিবেশের৷ সচেতনমূলক প্রচার করেও প্লাস্টিকের ব্যবহার রোধ করা যাচ্ছে না। এরফলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। পরিবেশ বাঁচাতে এবার কড়া উদ্যোগ নিল প্রশাসন। দিঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল জেলা প্রশাসন।
শুক্রবার দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সাংবাদিক বৈঠক ডাকেন ৷ সেখানে তিনি জানান, কোনও ব্যবসায়ী, হোটেল বা পর্যটকরা যদি প্লাস্টিক বা থার্মোকলের থালা ব্যবহার বা কেনাবেচা করেন তবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ দিতে হবে জরিমানাও ৷ এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই মাইক নিয়ে একের পর এক বাজার ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন ৷
এদিকে এদিনই দিঘাকে ‘ইকো-স্মার্ট স্টেশন’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল৷ ফলে স্টেশনে থাকবে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ই-টয়লেট, ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ সহ একগুচ্ছ নয়া পরিকাঠামো। তারজন্য এই স্টেশনেই প্ল্যাস্টিক ক্যারিব্যাগ এবং প্ল্যাস্টিকের কাপ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হবে। এদিনই জেলা প্রশাসন সেই ঘোষণা করে দিয়েছে৷