চতুর্থ ভারতীয় হিসেবে ‘ম্যাগসেসে’ পুরস্কারে ভূষিত হলেন রবীশ কুমার

রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হলেন এনডিটিভি-র সাংবাদিক রবীশ কুমার। শুক্রবার তাঁর নাম ঘোষণা করার সময় ওই সংস্থাটির তরফে বলা হয়, “উচ্চ মানের নৈতিক সাংবাদিকতার প্রতি তাঁর দায়বদ্ধতা দৃঢ়। সত্য, ঐক্য এবং স্বাধীনতার জন্য সরব হওয়ার সাহস রয়েছে তাঁর। তিনি বিশ্বাস করেন, কণ্ঠহীনকে স্বর দেওয়া এবং সত্য কথা বলার মধ্যেই সাংবাদিকতা প্রকৃত সাফল্য। তাঁর এই সাহসকেই স্বীকৃতি দিচ্ছি আমরা।”


সংবাদ মাধ্যমগুলি যখন ব্রেকিং নিউজে খুঁজতে ব্যস্ত, তিনি তখন মানুষের খবর তুলে ধরতেই বেশি ব্যস্ত ছিলেন। রাষ্ট্র যখন প্রতিক্ষেত্রে মিডিয়ার দুনিয়ায় নাক গলাচ্ছে, সামাজিক পরিবেশ যখন সাম্প্রদায়িকতার বিষে ভারাক্রান্ত, আর ফেক নিউজের রমরমা তখন তিনি ভারসাম্য এবং তথ্যের সাংবাদিকতা চালিয়ে গিয়েছেন। ‘জনতার নিউজরুমে’র রবীশ কুমারের কৃতিত্বে খুশি এনডিটিভি।

২০১১ সালের পর দর্শকদের নজর কাড়তে শুরু করেন রবীশ কুমার। তৎকালীন ইউপিএ সরকারের ভুল সিদ্ধান্তগুলির কঠোর সমালোচনা করেছিলেন তিনি। মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা সুরাহা দিতে পারে, তা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন তিনি। ২০১৪-য় কেন্দ্রে সরকারের পালা বদলের পরও নিজেকে বদলাননি তিনি। তুলে ধরতেন সমাজের আম আদমির কথা। মোদী সরকারের প্রতিশ্রুতি গুলির বাস্তব চেহারা বারবার তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, সৎ এবং সাহসী সাংবাদিকতার জন্য এই ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা এই পুরস্কার পেয়ে থাকেন। ভারতীয় সাংবাদিকতার দুনিয়ায় এর আগে ১৯৬১ সালে এই পুরস্কার পেয়েছিলেন অমিতাভ চৌধুরী, ১৯৮১ সালে গৌরকিশোর ঘোষ এবং ২০০৭ সালে পালাগুম্মি সাইনাথ। তাঁদের পরে এই কৃতি সম্মান উঠল রবীশের মাথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.