শিশুর নিগ্রহের অভিযোগ উঠল পুলিশ আবাসন থেকেই। সূত্রের খবর, ১০ বছরের এক নাবালিকাকে নিগ্রহ ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক রাজমিস্ত্রির বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বরানগর নোয়াপাড়া পুলিশ কোয়ার্টারে।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতা ১০ বছরের নাবালিকা পুলিশ কোয়ার্টারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও, সে ঘরে ফিরে আসেনি। ওই নাবালিকা তার বাবা-মা দুজনেই কাজে গিয়েছিল। এদিকে, সন্ধ্যে থেকে রাত হয়ে যাবার পরও বাড়ি ফিরে আসছে না দেখে, নাবালিকার ঠাকুমা তাকে খুঁজতে বের হন। খুঁজতে বেরিয়ে তিনি দেখেন, একটি আবাসনের দোতালায় বসে তার নাতনি কাঁদছে। ঘটনার কথা জিজ্ঞেস করতে নাবালিকা জানায়, তাকে ছাদে নিয়ে গিয়ে রাজমিস্ত্রি নির্যাতন করেছে। শুধু তাই নয়, নির্যাতন ও নিগ্রহ করার পর এই সমস্ত কথা কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছে অভিযুক্ত রাজমিস্ত্রি।
এরপর বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারানগর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত রাজমিস্ত্রিকে। জানা গিয়েছে, ওই রাজমিস্ত্রি বেশ কিছুদিন ধরে আইপিএসদের জন্য আবাসন তৈরির কাজে নিযুক্ত ছিল। সেদিন সে এই কাজ করতে এসেছিল, বলে জানা গেছে।