গান্ধীজিকে অপমানজনক মন্তব্য করার অভিযোগে কালীচরণ মহারাজকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁর মুক্তির দাবিতে পথে নামল বজরং দল। শুধু তাই নয়, তাঁদের প্রশ্ন, ‘দেশের জন্য গান্ধীজি করেছেনটা কি? চরকা ঘুরিয়ে স্বাধীনতা আসেনি’।
রায়পুরের একটি অনুষ্ঠানে বিতর্কিত ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে কালীচরণ মহারাজের বিরুদ্ধে। তাতে দেশবিরোধী কথা বলেছেন, এই অভিযোগে দেশদ্রোহের মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। এরপরই চলতি সপ্তাহের গোড়ার দিকে মধ্যপ্রদেশে খাজুরাহ থেকে কালীচরণ মহারাজকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ।
এরপর রবিবার ইন্দোরের গান্ধীমূর্তির সামনে বজরং দলের সদস্যরা প্রতিবাদ-বিক্ষোভ করেন। স্লোগান তোলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। নাথুরাম গডসের জয়ধ্বনিও দেন তাঁরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর কাছেও ডেপুটেশন দিয়েছে বজরং দল। তাতে দাবি করা হয়েছে, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, মণিশঙ্কর আইয়ার, মিম নেতা আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে দেশদ্রোহের চার্জ আনা উচিত। তাঁরা হিন্দু ধর্মের অবমাননা করেছেন। কালীচরণকে মুক্তি দেওয়া উচিত।
কালীচরণের মুক্তির দাবিতে কমিশনারের দফতরে একটি ডেপুটেশনও জমা দেন মধ্যপ্রদেশের বজরং দলের সদস্যরা। সংগঠনের নেতা সন্দীপ কুশওয়ারা বলেন, ‘কালীচরণ মহারাজ কেবল সত্যি কথাটুকুই বলেছেন, যেটা সবাই জানে। তাছাড়াও, গান্ধীজি করেছিলেনটা কী! যদি শুধু চরকা ঘুরিয়ে স্বাধীনতা আসত, তাহলে সবাই তাই করত। স্বাধীনতা এনেছিল ভগৎ সিংয়ের আত্মত্যাগ। চরকা ঘুরিয়ে কোনও স্বাধীনতা আসেনি’।