গত বছরেই খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার তেরি গ্রামে মহারাজা পরমহংসজির মন্দির ও সমাধি পুননির্মাণ করা হয়। কারণ, ২০২০ সালে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীদের একটি দল শতাব্দী প্রাচীন পাকিস্তানের হিন্দু মন্দিরটি ভেঙে দিয়েছিল। সেই সময়, সারা বিশ্বজুড়ে ইমরান খানের সরকারের সমালোচনা করা হয়েছিল। এরপর ইমরান খান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই মন্দির আবার পুননির্মাণ করা হবে। সেই সঙ্গে কঠোর শাস্তি দেওয়া হবে দোষীদের।
উল্লেখ্য সেই মন্দিরেই শনিবার পুজো দিয়ে এলেন দেশ বিদেশ থেকে আসা হিন্দু ভক্তরা। পাক সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই পুজো পর্ব চলে। এই পুজো চলবে রবিবার বিকেল পর্যন্ত। সূত্রের খবর, শনিবার ভারত থেকেই পরমহংসজির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন প্রায় ২০০ জন প্রতিনিধি। এছাড়াও দুবাই থেকে হিন্দু প্রতিদিনের মধ্যে গিয়েছিলেন ১৫ জন সদস্য। আরও বেশ কিছু মানুষ এসেছিলেন সৌদি আরব ও আমেরিকা থেকেও। তারা প্রত্যেকেই নির্বিঘ্নে পুজো দেয়, পাক পুলিশের কড়া
যায়, ভারতের হিন্দু পুণ্যার্থীদের লাহোরের কাছে ওয়াঘা সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে নিয়ে যাওয়া হয়, তেরি গ্রামে। নিরাপত্তার দায়িত্বে ছিল পাক পুলিশের সশস্ত্র বাহিনী। শনিবার, পরমহংসজি মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়, পাকিস্তান হিন্দু কাউন্সিলের পক্ষ থেকে। এই উদ্যোগে সামিল হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।