সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ। অপ্রাপ্তবয়স্কদের টিকাকরণের অভিযান শুরু হবে পশ্চিমবঙ্গেও। তার আগে কলকাতায় টিকাকরণের রূপরেখা জানালেন ফিরহাদ হাকিম। জানালেন রাজ্যের কাছে প্রায় ১.৫ লক্ষ টিকা মজুত রয়েছে।
ফিরহাদ জানিয়েছেন, সোমবার থেকে কলকাতার বিভিন্ন স্কুলে শুরু হবে টিকাকরণ ক্যাম্প। পর্যাপ্ত জায়গা রয়েছে এমন স্কুলগুলিতে খোলা হবে ক্যাম্পগুলি। সেই স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের সেখানে এসে বিনামূল্যে টিকা নিতে হবে।ট্রেন্ডিং স্টোরিজ
গত ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরুর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেজন্য কোভ্যাক্সিন ও জাইকোভ ডি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে জাইকোট ডি বাজারে পর্যাপ্ত পরিমাণে না থাকায় সব জায়গায় কোভ্যাক্সিনই দেওয়া হবে অপ্রাপ্তবয়ষ্কদের।
এছাড়া আগামী সোমবার থেকে দেশজুড়ে শুরু হবে করোনার বুস্টার ডোজ। শারীরিকভাবে দুর্বল ও করোনাযোদ্ধারা এই ডোজ পাবেন। তবে যে টিকা আগে নিয়েছিলেন সেই টিকাই ফের নিতে হবে কি না সেব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।