আবার দেখা দিলেন বাঘমামা। শুধু দেখাই দেওয়া নয়, রীতিমতো নৌকা ছুঁয়ে পর্যটকদের শরীরে শিহরণ জাগিয়ে সাঁতার দিলেন নিজের গন্তব্যে। গত ২৭ ডিসেম্বর সোমবার সুন্দরবনে সুধন্যখালির জঙ্গলে ঘটেছে এই ঘটনা। চোখের সামনে জ্বলজ্যান্ত বাঘ দেখার উত্তেজনা কমছে না পর্যটকদের। বাঘ নৌকার এত কাছে চলে আসায় অবাক নৌকার মাঝিরাও।
গত ২৭ ডিসেম্বর নদীবক্ষে সুন্দরবন দর্শন করছিলেন একদল পর্যটক। সুধন্যখালির কাছে পিরখালির জঙ্গলে বাঘের দেখা পান তাঁরা। একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে জলে নামে। ধীরে ধীরে সে সাঁতরে চলে আসে নৌকার একেবারে কাছে। এর পর নৌকার তলা দিয়ে উলটো সাঁতরে উলটো দিকের জঙ্গলে ঢুকে যায় বাঘটি।ট্রেন্ডিং স্টোরিজ
বাঘটি যাতে আহত না হয় সেজন্য নৌকার প্রপেলার বন্ধ করে দেন মাঝিরা। তবে বাঘ এত কাছে চলে আসায় অবাক তাঁরাও।
চলতি শীতে সুন্দরবনে প্রায় প্রতি সপ্তাহেই বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। তবে প্রতি ক্ষেত্রেই নৌকা থেকে বাঘের দূরত্ব ছিল বেশ কয়েক শ মিটার। বাঘ একেবারে নৌকার গায়ে এসে পড়ার ঘটনা এর আগে ঘটেনি। এদিন বাঘটি যত কাছে চলে এসেছিল তাতে যে কোনও সময় নৌকায় উঠে হামলা চালাতে পারত সে।