কে হবেন ICC-র বছরের সেরা ODI ক্রিকেটার? জোর টক্কর বাবর আজম ও শাকিবের মধ্যে, দেখুন লড়াইয়ে রয়েছেন কারা

1/4শাকিব আল হাসান: বাংলাদেশের তারকা অল-রাউন্ডার ২০২১ সালে ৯ ম্যাচ ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নিয়েছেন। শাকিব মনোনীত হয়েছেন বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জন্য।

বাবর আজম: বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে শাকিবকে কড়া টক্কর দেবেন পাক দলনায়ক বাবর আজম। তিনি ৬টি ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ২টি।
2/4বাবর আজম: বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে শাকিবকে কড়া টক্কর দেবেন পাক দলনায়ক বাবর আজম। তিনি ৬টি ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ২টি।
জানেমন মালান: দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ান ডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। তিনি মনোনীত হয়েছেন বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জন্য।
3/4জানেমন মালান: দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ান ডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। তিনি মনোনীত হয়েছেন বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জন্য।
পল স্টার্লিং: ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। আইরিশ তারকাও লড়াই চালাবেন বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জন্য।
4/4পল স্টার্লিং: ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। আইরিশ তারকাও লড়াই চালাবেন বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.