EPF Nomination Last Date: বাড়ল EPF-এ নমিনি যোগ করার সময়সীমা, কীভাবে সেই কাজ করবেন? দেখে নিন

বছরের শেষ লগ্নে স্বস্তির খবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। আগামী ৩১ ডিসেম্বরের পরেও ইপিএফও গ্রাহকরা নমিনি যোগ করতে পারবেন। তবে কতদিন সেই সুযোগ মিলবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

বুধবার টুইটারে ইপিএফওয়ের তরফে বলা হয়েছে, ‘২০২১ সালের ৩১ ডিসেম্বরের পরেও আপনি নমিনেশন জমা দিতে পারেন। তবে আজই ই-নমিনেশন যোগ করে নিন। আপাতত ই-নমিনেশন দাখিল করার কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি।’ অর্থাৎ কতদিন পর্যন্ত গ্রাহকরা নমিনি যোগ করতে পারবেন, তা নির্দিষ্টভাবে জানায়নি ইপিএফও।ট্রেন্ডিং স্টোরিজ

কীভাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে নমিনি যোগ করতে হবে, তা দেখে নিন একনজরে:

১) এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) অফিসিয়াল অ্যাকাউন্ট www.epfindia.gov.in-তে যান।

২) ‘Services’-এ যান। সেখানে ‘For Employees’ বেছে নিন। তারপর বেছে নিন ‘Member UAN/Online Service’।

৩) নিজের ‘UAN’ এবং ‘Password’ দিয়ে লগইন করুন। দিতে হবে ক্যাপচাও।

৪) ‘Manage’ ট্যাবের অধীনে ‘E-Nomination’-তে ক্লিক করুন।

৫) স্ক্রিনে ‘Provide Details’ ট্যাব আসবে। তাতে ‘Save’ করুন।

৬) ফ্যামিলি ডিক্ল্যারেশনে ‘Yes’ করুন।

৭) ‘Add Family Details’-এ ক্লিক করুন। (একের বেশি নমিনি করা যাবে)।

৮) কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, তার জন্য ‘Nomination Details’-তে ক্লিক করুন। তারপর ‘Save EPF Nomination’ করুন।

৯) ওটিপির জন্য ‘E-Sign’-এ ক্লিক করুন।

১০) আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে OTP আসবে। যে নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে। তা ‘Submit’ করুন।

বিশেষ দ্রষ্টব্য:

১) ই-নমিনেশনের সময় যে পরিবারের সদস্যকে নমিনি করবেন, তাঁর আধার নম্বর এবং ছবি রাখতে হবে। ছবির সাইজ ১০০ KB-র কম হবে বলে ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে।

২) যদিও ইপিএফও গ্রাহক বিবাহিত হন, তাহলে তাঁকে স্বামী বা স্ত্রী’র নাম যোগ করতে হবে। সন্তান থাকলে যোগ করতে হবে সন্তানের নামও। কোনও গ্রাহক যদি নমিনি হিসেবে নিজের স্বামী বা স্ত্রী’কে যোগ করতে না চান, তাহলেও সেই কাজ করতে হবে। কারণ পেনশন ফান্ডের জন্য স্বামী বা স্ত্রী এবং সন্তানদের পরিবার হিসেবে চিহ্নিত করা আছে।

৩) যদি কোনও গ্রাহকের বিয়ে না হয় এবং তাঁর পরিবারের কোনও সদস্য না থাকেন, তাহলে তিনি অন্য কাউকে নমিনি করতে পারেন।

৪) পরবর্তীতে নমিনি পালটানো যাবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.