জার্মানিতে ধরা পড়েছে খালিস্তানী জঙ্গি। যার ফলে, শোরগোল পড়ে গেছে আন্তর্জাতিক স্তরে। এর পিছনে রয়েছে লুধিয়ানা আদালতে হওয়া বিস্ফোরণ এবনভ এই বিস্ফোরণের সঙ্গেই জড়িত পাওয়া গেছে। সূত্রের খবর অনুযায়ী, তাকে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিসের সদস্যরূপে পাওয়া গেছে।
এখানেই শেষ নয়, সূত্রের খবর অনুযায়ী, ধৃত জঙ্গি জসবিন্দরের পাকিস্তানযোগও পাওয়া গেছে। এমনকি, জসবিন্দর দিল্লি ও মুম্বাইয়ে হামলার ছক কষছিল আইএসআই-এর নির্দেশে। উল্লেখ্য, জসবিন্দরের নাম ডিসেম্বরের ২৩ তারিখে লুধিয়ানা আদালত বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড হিসাবে সামনে এসেছে।
বছর ৪৫-এর ধৃত জসবিন্দর গোয়েন্দাদের নজরে আসে পাক সীমান্তে অস্ত্রের চোরাচালানের তদন্ত করতে গিয়ে। তদন্ত এগোতে জার্মান সরকারের কাছে ভারত সরকারের অনুরোধ যায় গ্রেফতার করার জন্য। এরপরেই, ভারত সরকারের অনুরোধ গৃহীত হয় এবং জার্মান পুলিশ জসবিন্দরকে এরফ্রুট এলাকা থেকে গ্রেফতার করে।