পাঁচদিনের আতঙ্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাগে এল কুলতুলির বাঘ। ঘুমপাড়ানি গুলিতে বাঘটিকে কাবু করা সম্ভব হয়। পরে বনদফতর সেটিকে খাঁচাবন্দি করে। আজ বাঘটির শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে ঝড়খালিতে। এই বাঘকে খাঁচাবন্দি করতে ছাগলের টোপ, জাল পেতে গত পাঁচদিন ধরে অনবরত চেষ্টা করে গিয়েছে বনদফতর। শেষ পর্যন্ত আজ সকালে ডোঙ্গাজোড়ায় জঙ্গলে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনেন বন দফতরের আধিকারিকরা৷
এর আগে কুলতলির ম্যানগ্রোভের জঙ্গলে গত কয়েকদিন ধরে ঘুরে বেরিয়ে ত্রাস সৃষ্টি করেছিল বাঘটি। কুলতলির ৫ নং গরাণকাঠি এলাকায় লোকালয়ে বাঘের গর্জন শোনা যায়৷ এর পরেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তখন জঙ্গলটিকে জাল দিয়ে ঘিরে দিয়েছিল বন দফতর। জঙ্গলের উপর দিয়ে ড্রোন উড়িয়ে বঘটিকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। জঙ্গলে জলকামানও ছোড়া হয়। এরপর আজ ভোরে ওই এলাকায় বাঘের গর্জনের শব্দে মানুষের ঘুম ভেঙে যায়। এরপরই ডোঙ্গাজোড়ায় জঙ্গলের মধ্যে থেকে বাঘটিকে দেখতে পাওয়া যায়। ট্রেন্ডিং স্টোরিজ
জানা গিয়েছে, একটি গুলি বাঘের ঘাড়ে ও একটি পায়ে লাগে৷ আজ বাঘটির শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে ঝড়খালিতে। ঘটির শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করবেন পশু চিকিৎসক৷ এদিকে বাঘ জালে ধরা পড়ায় আতঙ্ক কেটেছে স্থানীয় মানুষের৷