জনপ্রিয় আইফোন সম্পর্কিত এক খবর এবার শিরোনামে। এই ফোন যেখানে জনপ্রিয় বিশ্বজুড়ে, সেখানে সেই ফোনই এবার তৈরি হতে চলেছে ভারতে। ভারতে ক্রমশ বাড়তে থাকে চাহিদার প্রতি নজর রেখেই এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক সংস্থা আইফোন।জানা গেছে, আইফোনের বিশেষ কয়েকটি মডেল তথা আইফোন ১৩ ও আইফোন ১৩-মিনি মডেল তৈরির হওয়ার কাজটি শুরু হবে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে। ওই বিশেষ মডেলগুলি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান্টে। এই মডেলগুলি ভারতে তৈরি হওয়ার ফলে উপকৃত হবেন ভারতের বাসিন্দারা। কারণ, ভারতে তৈরি হওয়ার ফলে ওই মডেলগুলির মূল্য বেশ কমে যাবে।উল্লেখ্য, ভারতে তৈরি হওয়া ওই মডেলগুলি শুধু যে ভারতের বাজারেই বিক্রি হবে তা নয়, তাহলে তা আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে। আন্তর্জাতিক সংস্থা অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে, ওই ভারতে অ্যাপেল সংস্থার যে মডেলগুলি ভারতে বিক্রি হয়, সেগুলোর ৭০ শতাংশ ফোনই ভারতের মধ্যে তৈরি করা শুরু হবে ২০২২ সালের মধ্যে।
2021-12-28