আবারও ভারতীয় সেনার সাফল্যের মুকুটে এলো নয়া পালক। সেনা ও জঙ্গির সংঘর্ষে নিকেশ হল দুই জঙ্গি। সন্ত্রাস দমন অভিযানের অধীনে জম্মু ও কাশ্মীরে এই সংঘর্ষে সেনাবাহিনীর হাতে নিঃসন্দেহে এক বড়ো ধরণের সাফল্য এলো।
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর তরফে এই বিশেষ অভিযান চালানো হয় শনিবারে। এদিন শোপিয়ান জেলায় চৌগাম এলাকায় সেনার চালানো অভিযানে দুই পক্ষের মধ্যে প্রথমে বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলে। কিন্তু, অবশেষে সেনা জয়ী হয় এবং দুই জঙ্গি সংঘর্ষে মারা যায়।
উল্লেখ্য, দুই তরফের সংঘর্ষ শেষ হয়ে গেলেও, ভারতীয় সেনাবাহিনীর তরফে তল্লাশিতে এখনও ইতি টানা হয়নি। ইতিমধ্যে মৃত দুই জঙ্গির কাছ থেকে জেহাদ সংক্রান্ত নথিপত্র ও অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তবে, যেহেতু নিকেশ হওয়া দুই জঙ্গি কোন সংগঠনের সদস্য ছিল তা নিশ্চিতরূপে জানা যায়নি, তাই কাশ্মীর পুলিশের তরফে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত।