ফিরে দেখা ২০২১: টলিউডের এই ছবিগুলো দেখেছেন নাকি মিস করেছেন! রইল সেরা ছবির ঝলক

1/10অতিমারীর কারণে কিছুদিন সিনেমাহল বন্ধ থাকায় বড়পর্দায় মুক্তি পায়নি বেশ কিছু ছবি । এই সংকটের মধ্যেও ২০২১ সালে দর্শক উপহার হিসেবে পেয়েছে বেশ কিছু ভালো বাংলা সিনেমা।

বিনি সুতোয়(Bini Sutoy)- পরিচালক অতনু ঘোষের ছবি 'বিনি সুতোয়' । এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। দু'টি মানুষ আলগা সুতোর মতোই জুড়ে যায় একে অন্যের জীবনে, সেই নিয়ে আবর্তিত ছবির গল্প।
2/10বিনি সুতোয়(Bini Sutoy)- পরিচালক অতনু ঘোষের ছবি ‘বিনি সুতোয়’ । এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। দু’টি মানুষ আলগা সুতোর মতোই জুড়ে যায় একে অন্যের জীবনে, সেই নিয়ে আবর্তিত ছবির গল্প।
অভিযাত্রিক (Abhijatrik)- ঠিক যেখানে ‘অপুর সংসার’ দিয়ে ‘অপু ট্রিলজি’ শেষ হয়েছিল, সেখান থেকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুরু করেছেন ‘অভিযাত্রিক’। ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র প্রমুখ ।
3/10অভিযাত্রিক (Abhijatrik)- ঠিক যেখানে ‘অপুর সংসার’ দিয়ে ‘অপু ট্রিলজি’ শেষ হয়েছিল, সেখান থেকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুরু করেছেন ‘অভিযাত্রিক’। ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র প্রমুখ ।
অনুসন্ধান (Anusandhan)- কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'অনুসন্ধান'। প্রযোজনায় 'এসকে মুভিজ'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন পায়েল সরকার। রহস্য এবং রোমাঞ্চে ভরপুর এই ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টরুমকে ঘিরে।
4/10অনুসন্ধান (Anusandhan)- কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘অনুসন্ধান’। প্রযোজনায় ‘এসকে মুভিজ’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন পায়েল সরকার। রহস্য এবং রোমাঞ্চে ভরপুর এই ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টরুমকে ঘিরে।
টনিক(Tonic)- আশি বছরের জলধর সেন ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় পালিয়েছেন। বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পাহাড়া পাড়ি দিয়েছেন তিনি। সফরসঙ্গী স্ত্রী শকুন্তলা বড়ুয়া এবং ‘টনিক’ দেব। এই বয়স্ক দম্পতির ইচ্ছেপূরণের কাণ্ডারী দেব। দেব,পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিনজনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এই ছবি প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ। সহযোগী প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব নিজে।
5/10টনিক(Tonic)- আশি বছরের জলধর সেন ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় পালিয়েছেন। বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পাহাড়া পাড়ি দিয়েছেন তিনি। সফরসঙ্গী স্ত্রী শকুন্তলা বড়ুয়া এবং ‘টনিক’ দেব। এই বয়স্ক দম্পতির ইচ্ছেপূরণের কাণ্ডারী দেব। দেব,পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিনজনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এই ছবি প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ। সহযোগী প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব নিজে।
প্রেম টেম (Prem Tame)- ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভেঙ্কটেশ ফিল্মসের রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র এবং সৌম্য মুখোপাধ্যায়।
6/10প্রেম টেম (Prem Tame)- ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভেঙ্কটেশ ফিল্মসের রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র এবং সৌম্য মুখোপাধ্যায়।
ফ্লাইওভার (Flyover)- পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়। অভিনয়ে কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, কৌশিক রায় এবং পৌলমি দাস।
7/10ফ্লাইওভার (Flyover)- পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়। অভিনয়ে কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, কৌশিক রায় এবং পৌলমি দাস।
গোলন্দাজ (Golondaaj)- ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য সাহস ও জেদের গল্প উঠে এসেছে এই ছবির চিত্রনাট্যে। সভিএফ এন্টারটেইনমেন্টের এই ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহা।
8/10গোলন্দাজ (Golondaaj)- ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য সাহস ও জেদের গল্প উঠে এসেছে এই ছবির চিত্রনাট্যে। সভিএফ এন্টারটেইনমেন্টের এই ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহা।
নির্ভয়া (Nirbhaya)- অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচি চক্রবর্তী এবং শ্রীলেখা মিত্র।
9/10নির্ভয়া (Nirbhaya)- অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচি চক্রবর্তী এবং শ্রীলেখা মিত্র।
অল্প হলেও সত্যি (Olpo holeo sotty)- সম্পর্কের গল্প বলবে ‘অল্প হলেও সত্যি’। বিতে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, রিষভ বসু, শ্রীজনি মিত্র প্রমুখ। রুপ প্রোডাকশন এবং এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে এই ছবি। পরিচালনায় সৌম্যজিত আদক।
10/10অল্প হলেও সত্যি (Olpo holeo sotty)- সম্পর্কের গল্প বলবে ‘অল্প হলেও সত্যি’। বিতে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, রিষভ বসু, শ্রীজনি মিত্র প্রমুখ। রুপ প্রোডাকশন এবং এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে এই ছবি। পরিচালনায় সৌম্যজিত আদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.