সেঞ্চুরিয়ানে সব বিতর্ক, বাইরের মতামত, সবকিছু দূরে সরিয়ে রেখে ফের একবার অজিঙ্কা রাহানের ওপর ভরসা দেখিয়ে তাঁকে দলে সুযোগ দেওয়া হয়। ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্তের এখনও অবধি মান রাখতে পেরেছেন রাহানে। সঞ্জয় বাঙ্গার মনে করছেন সহ-অধিনায়কের দায়িত্ব থেকে মুক্তি পেয়েই চাপ ছাড়া খেলতে পারছেন রাহানে।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৭২ তিন উইকেটের বিনিময়ে। রাহানে অপরাজিত রেয়েছেন ৮১ বলে ৪০ রান করে। হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ার দুইজনেই ফর্মে থাকা সত্ত্বেও তিনি সুযোগ পাওয়ায় রাহানের ওপর ভীষণ চাপ ছিল। তবে ব্যক্তিগত ৪০ রানের পাশাপাশি শতরান করা লোকেশ রাহুলের সঙ্গে চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত ৭৩ রানের পার্টনারশিপ গড়ে চাপটা ভালভাবেই সামলেছেন রাহানে। এর পরিপ্রেক্ষিতেই বাঙ্গার মনে করছেন সহ-অধিনায়ক হওয়ার দায়ভার না থাকায় খোলা মনে খেলতে পারছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার।ট্রেন্ডিং স্টোরিজ
সিরিজের ভারতীয় ব্রডকাস্টার Star Sports-এর স্টুডিওয় প্রাক্তন ভারতীয় ব্য়াটিং কোচ বলেন, ‘অনেক সময় কোনো কোনো ঘটনা আপনাকে একটু হলেও স্বস্তি দেয়, আপনাকে চাপমুক্ত করে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানো কিন্তু ওর জন্য একটা সংকেত ছিল। সব খেলোয়াড়ই নিজের মনের মধ্যে এই নিয়ে ভাবনাচিন্তা করেই থাকে। তবে জবাবে ও কিন্তু একেবারে আক্রমণাত্মক ভঙ্গিমায় মাঠে নেমেছে। রাহানের পা খুব ভাল চলছে এবং খারাপ বলগুলিকে কাজে লাগাতে সক্ষম হয়েছেন ও।’
বাঙ্গারের মতে রাহানের সাফল্যের জন্য প্রথমে তাঁর ভাল আক্রমণাত্মক ভঙ্গিমায় ইনিংস শুরু করাটা খুব জরুরি। বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা টেনে বাঙ্গার জানান, ‘ও নিজের ইনিংসে শুরুটা আক্রমণাত্মকভাবে দ্রুত রান করে করতে চায়। রাহুল দ্রাবিড়ও কিন্তু অনেকটা এমনভাবেই নিজের ইনিংস শুরু করতেন। রাহুল ইনিংসের শুরুতে দ্রুত ২০ রানে পৌঁছে নিজের ওপর থেকে চাপ হালকা করতেন, যা রাহানের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ইনিংসগুলোয় রাহানে সফল হয়েছে, সেইগুলোয় ও শুরুটা দারুণভাবে করে তারপর থিতু হয়েছে।’
কাকতালীয়ভাবে ঠিক এক বছর আগে বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্টেই মেলবোর্নে রাহানে নিজের শেষ শতরান করেছিলেন। অ্যাডিলেডে আগের ম্যাচে ৩৬ অল আউটের লজ্জার পর তাঁর সেই ইনিংসে ভর করেই মেলবোর্ন টেস্ট জিতে ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমতায় ফেরে। তারপর কী হয়েছিল, তা মোটামুটি সকলেরই জানা। অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্টেও শুরুটা দারুণভাবে করেছেন রাহানে। এবারও তিনি বহু কাঙ্খিত শতরান করতে পারেন কি না, এখন সেটাই দেখার।