চলছে রাস্তা সারানোর কাজ। কিন্তু সমস্ত টুকু নিম্নমানের সামগ্রী দিয়ে। চলছিল মোটা টাকার দুর্নীতি। আর এরই প্রতিবাদে সরব হয়েছিলেন গ্রামবাসী। কিন্তু হঠাৎ এ কি! মোটা কাঠ নিয়ে ধাওয়া করছেন তৃণমূল প্রধান। বেধড়ক পেটালেন গ্রামবাসীদের। নিস্তার পেলেন না অসহায় বৃদ্ধ।
মালদার দৌলতপুর গ্রাম পঞ্চায়েত। সেখান থেকেই এই ছবি ফুটে উঠেছে। দেখা গিয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় গ্রামবাসীরা প্রতিবাদ করেছিলেন। যেখানে রাস্তা তৈরির নামে চলছিল মোটা টাকার দুর্নীতি। সেই রাস্তার কাজ পেয়েছেন আবার প্রধানের ভাইপো। এবার প্রতিবাদ করতেই গ্রামবাসীদের দিকে লাঠি নিয়ে ছুটে এলেন তৃণমূল ওই নেতা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মারমুখী প্রধান মোবারক হোসেনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিন্দায় সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে, আহত হয়েছেন বৃদ্ধ সহ কয়েকজন।
এই নিয়ে তৃণমূল প্রধান বলেন, “গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছিল। সামনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন। আমরা এলাকায় যেতেই আমাদের ঢিল মারতে শুরু করেন তাঁরা। নিজেদের বাঁচাতেই ধাক্কা-ধাক্কা হয়।” এদিকে, ওই বয়স্ক ব্যক্তি বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল। প্রতিবাদ করেছিলাম।”