আর কোনও বাধা রইল না। হাওড়া থেকে বালিকে পৃথক করার বিলে সই করেছেন রাজ্যপাল। সেক্ষেত্রে হাওড়ায় ২২শে জানুয়ারি ও বালিতে ২৭শে ফেব্রুয়ারি ভোট করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। এদিকে চলতি বছরেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল বালি পুরসভাকে হাওড়া পুরনিগম থেকে আলাদা করে দেওয়া হবে। গত বিধানসভা নির্বাচনের আগেই এব্যাপারে ঘোষণা করা হয়েছিল।
এরপর এনিয়ে প্রস্তুতি শুরু হয়। কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করতে চেয়ে কমিশনের কাছে আবেদনও জানিয়েছিল রাজ্য সরকার। কমিশন রাজ্যের আবেদনে সম্মতি জানিয়েছিল। সেই মতো ১৯ ডিসেম্বর ভোট হবে এটা নির্ধারন করে প্রস্তুতি শুরু হয়। তবে বিরোধীরা এনিয়ে আপত্তি জানায়। বালি পুরসভাকে আলাদা করার ব্যাপারে রাজ্যপালও এতদিন সম্মতি দেননি। তবে এবার সম্মতি দিয়েছেন তিনি।
তবে বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলা শেষ হয়। এরপর সেই নথি আসে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেলের হাতে। শুক্রবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে গোটা বিষয়টি জানিয়েছেন অ্য়াডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে বালিকে হাওড়ার থেকে আলাদা করা নিয়ে আর কোনও বাধা রইল না। এদিকে বিরোধীরা অভিযোগ তুলেছিলেন ২০১৫ সালে একরকম জোর করেই বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। কার্যত আবার জোর করেই সেই বালিকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। তবে এবার সেসব জট কেটে গিয়েছে এদিন।