ঠান্ডার জেরে কাঁপুনিতে বেশ কয়েকদিন শীত উপভোগ করলেন কলকাতাবাসী৷ উত্সবমুখর বাঙালির প্রশ্ন ছিল, বড়দিন, বর্ষবরণেও কি এই ঠান্ডা থাকবে৷ তবে আমুদে বাঙালির মন ভেঙে আবহাওয়া দফতর জানাস, শীতের আমেজ থাকলেও আগামী কয়েকজিন তাপমাত্রা তুলনামূলক ভাবে বাড়বে কলকাতায়৷ বড়দিন ও নতুন বছরের শুরুর দিকে তাই ঠান্ডার পরিমাণ কিছুটা কমই থাকবে৷
পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে বাধা হয়ে দাঁড়াবে৷ এদিকে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই ফিরবে উত্তুরে হাওয়া৷ যার ফলে ফের স্বমহিমায় ফিরবে কনকনে শীত। এদিকে আগামী এক সপ্তাহ দিনের তাপমাত্রার বৃদ্ধি হলেও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে কলকাতার পাশাপাশি শহর সংলগ্ন অঞ্চলেও ঠান্ডা কমবে বড়দিন ও বর্ষবরণে। আলিপুর হাওয়া অফিস জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর শহরে কনকনে ঠান্ডা থাকবে না। সেই মতো তাপমাত্রার পারদ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে উপরের দিকে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৩.৭ ডিগ্রি এবং ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৪ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিনে এই পারও ধীরে-ধীরে আরও বাড়বে। তাই কেবল বড়দিন নয়, বর্ষবরণের রাতেও তাপমাত্রা উপরের দিকেই থাকবে।