পাকিস্তানি নেতাদের তরফে ভারতের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা আবারও দেখা গেল। সেই সুর এতটাই উচ্চ ছিল যে গ্রিসের এক দলের তরফে ওই পাকিস্তানি নেতার প্রতি ধিক্কার জনক কথা শুনতে পাওয়া গেল। রীতিমতো অবাঞ্ছিত ঘোষণা করার দাবি উঠেছে পাকিস্তানের ওই নেতার বিরুদ্ধে।
সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম সুরি ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলেছেন। যার ফলে গ্রিক সলিউশন পার্টি কাশিম সুরির বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন। গ্রিকের ওই রাজনৈতিক দলের দাবি পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুনে জ্বলছে।
গ্রিসের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাশিম সুরির মন্তব্যের ভারত ও গ্রিসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে। গ্রিক সলিউশন পার্টির তরফে কাশিম সুরিকে প্রশ্ন হয়েছে যে, যেখানে পাকিস্তানে অমুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে কাশিম সুরি কি করে ভারতের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য পেশ করছেন।