1/7অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো থেকে ভারতে এসেছে ট্র্যাক অন্ড ফিল্ডের প্রথম পদক। তাও সেটা সোনা। কোয়ালিফিকেশন রাউন্ডে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন ভারতীয় তারকা। ৭ই অগস্ট নিজের সোনার পদক নিশ্চিত করেন নীরজ চোপড়া। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। সেই আক্ষেপ এই বছর মিটিয়ে দিলেন নীরজ। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে এই বার অলিম্পিক্সে ফের সোনা জিতলেন নীরজ চোপড়া।
2021-12-23