কথায় আছে ‘মঙ্গলে উষা, বুধে পা’। মঙ্গলবার খালিদ জামিলের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াবে এটিকে মোহনবাগান? এই নিয়ে জল্পনা রয়েছে। এমনিতেই দলের বেহাল দশা ছিল। টানা চার ম্যাচে জয় পায়নি সবুজ-মেরুন ব্রিগেড। বিদায় করা হয়েছে দলকে বহু সাফল্য এনে দেওয়া কোচ অন্তোনিও লোপেজ হাবাসকে। দলের মধ্যে তীব্র ডামাডোল রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেড কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে?
ছয় ম্যাচের মধ্যে এটিকে মোহনবাগান ২টি ম্যাচ জিতেছে, ২টি ড্র করেছে, ২টি ম্যাচ হেরেছে। শেষ ম্যাচে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করার পর আন্তোনিও লোপেজ হাবাস বিদায় নিয়েছেন। নতুন কোচ হয়ে এসেছেন আর এক স্প্যানিশ জুয়ান ফার্নান্দো। আগে এফসি গোয়ার কোচ ছিলেন তিনি। কোচ পরিবর্তনে কি দলের পারফরম্যান্সেও পরিবর্তন আসবে?ট্রেন্ডিং স্টোরিজ
সময়ই এর উত্তর দেবে। এ দিকে শেষ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে আত্মবিশ্বাসী নর্থ-ইস্ট ইউনাইটেড। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগ তালিকার ৯ নম্বরে। এ দিকে এটিকে মোহনবাগান লিগ তালিকায় সাতে নেমে এসেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। পরিবর্তনের ছোঁয়ায় কি বদলে যাবে সবুজ-মেরুন ব্রিগেড? সে কথা সময়ই বলবে!