সোমবার ছিল মরশুমের শীতলতম দিন দশ৷ মঙ্গলবারও এই ট্রেন্ড বজায় রেখে শীত বজায় থাকবে দক্রিণবঙ্গে৷ এরই মাঝে দশটি জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা আলিপুর আবহাওয়া দফতর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আগামী ২৪ ঘণ্টা শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ ২৪ ঘণ্টা পর শৈত্যপ্রবাহ বন্ধ হয়ে গেলেও ঠান্ডা বজায় থাকবে৷ কলকাতা ও জেলা, দুই ক্ষেত্রেই বজায় থাকবে শীতের আমেজ৷ হাড় কাঁপানো শীতে জবুথবু হবেন দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলির বাসিন্দারা৷
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম৷ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস৷ আজ দিনভর মহানগরীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ ডিগ্রি সেলসিয়াস ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কলকাতার পাশাপাশি অন্যান্য জেলায় আরও জোরালো হবে শীতের কামড়৷ আরও ঠান্ডা পড়বে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল ও দক্ষিণের মেদিনীপুর, ২৪ পরগণার মানুষ৷ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে গতকাল কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷