দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া টিম ইন্ডিয়াতে অনেক নতুন সমীকরণ দেখা যাচ্ছে। ভারতীয় তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে, যিনি তার খারাপ ফর্মের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছেন, তাকে টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ছিলেন। তিনি প্রথম টেস্টেও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, কিন্তু দ্বিতীয় টেস্টের আগে তিনি চোটে পড়েন এবং ম্যাচ থেকে বাদ হন। এর পরে, যখন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়, রাহানেকে দলে নির্বাচিত করা হলেও তার কাছ থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নিয়ে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়।
প্রাক্তন টেস্ট ব্যাটার আকাশ চোপড়ার দাবি, প্রথম টেস্ট থেকে রাহানেকে দেখা নাও যেতে পারে। আকাশ চোপড়া বলেন বক্সিং ডে টেস্টের (২৬-৩০ ডিসেম্বর) প্রথম একাদশে রাহানের জায়গা হবেনা। বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেল ‘ক্রিকেট চৌপাল’-এ ভারতীয় দলের নতুন সমীকরণ পর্যালোচনা করেন। এই সময় তিনি বলেন, রাহানেকে অবশ্যই প্রথম টেস্টে বাইরে বসে থাকতে দেখা যাবে। ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে তার জায়গা হবে না।ট্রেন্ডিং স্টোরিজ
আকাশ চোপড়া বলেন, ‘প্রথমে রাহানে থেকে রোহিত শর্মার কাছে সহ-অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছিল এবং এমনকি যখন চোটের কারণে রোহিতকে টেস্ট সিরিজে পাওয়া যায়নি, রাহানেকে সহ-অধিনায়কত্ব দেওয়ার পরিবর্তে কেএল রাহুলকে নতুন সহ-অধিনায়ক করা হয়। এর থেকেই স্পষ্ট যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের বিকল্পগুলি খোলা রাখতে চায়।’
আকাশ চোপড়া আরও বলেন, ‘রাহানেকে যদি সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় এবং তারপরে একাদশের বাইরে রাখা হয় তবে এটি খুব ভুল হত। তবে একবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির জুটি এমনটিই করে ছিল। কিন্তু এবার তা এড়াতে চাইবে টিম ম্যানেজমেন্ট।’
তিনি বলেছেন, ‘এটা স্পষ্ট যে আপনি রাহানেকে সহ-অধিনায়ক দিচ্ছেন না, যদিও তিনি দুটো টেস্ট ম্যাচের আগে তিনি দলের অধিনায়ক ছিলেন। রোহিত শর্মার এখন চোট, সেই কারণে তিনি বাইরে রয়েছেন। মানে ডালে কিছুতো কালো আছে। প্রথম টেস্টে রাহানের জায়গা দেখা যাচ্ছে না সেটা কালো। তাই আপনি আপনার বিকল্প খোলা রাখতে চান। কারণ তাকে সহ-অধিনায়ক করে দলের একাদশ থেকে বাদ দেওয়া ঠিক হবে না।’