২০১৪ সালের টেট উত্তীর্ণদের জন্য বড়সড় খবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে ৭৩৮ শূন্যপদের জন্য ২০১৪ সালে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং ভুল প্রশ্নের জন্য সর্বাধিক ছয় নম্বর দেওয়ার পর ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হয়েছেন। চলতি বছরের মধ্যেই তাঁদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ডেকেছে পর্ষদ।
কোথায় টেট উত্তীর্ণদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট হবে?ট্রেন্ডিং স্টোরিজ
কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষক ভবন, ২৭এ বোসপুকুর রোড, কলকাতা – ৭০০০৪০ (কসবা থানার পাশে)।
কখন হবে?
আগামী ২২ ডিসেম্বর (বুধবার) থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের স্ক্রুটিনি ও তথ্য যাচাই এবং ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট শুরু হবে। চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের কোন সময় যেতে হবে, তা তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে।
কী কী নথি লাগবে?
১) টেটের অ্যাডমিট কার্ড।
২) পরিচয়পত্র।
৩) আসল নথি।
৪) নিজেদের হাইকোর্টের রায় সংক্রান্ত কপি।
দেখে নিন কোন কোন প্রার্থীদের ডাকা হয়েছে?
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে। পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, যাঁরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে। তারইমধ্যে গত বছরের ২৩ ডিসেম্বর ১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরও মামলা দায়ের হয়েছিল।