‘ভুয়ো ভোটার’ ধরতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ী, অবস্থা সঙ্কটজনক।

রবিবাসরীয় ভোটে শহরজুড়ে বারবার দেখা গেল অশান্তি ছবি। এবার বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ। কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি গুরুতর জখম। অভিযোগ যারা হামলা চালিয়েছে, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।

জানা গিয়েছে, ওই এলাকায় এক ভুয়ো ভোটারকে ধাওয়া করে ধরে ফেলেছিলেন রাজর্ষি লাহিড়ি। অভিযোগ, সেই কারণেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় তাঁর উপর। বেধড়ক মারধর করা হয় তাঁকে। পরে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তি না নেওয়ায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি দুষ্কৃতীদের অতর্কিত হামলায় গুরুতর জখম হয়েছেন। বিজেপির বক্তব্য, ওই প্রার্থীর অবস্থা সঙ্কটজনক।

রবিবার বিকেলে বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মোবাইলের ভিডিয়ো ক্যামেরা চালু করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য একটি ভিডিয়ো করছিলেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এক ভুয়ো ভোটারকে ধরে ফেলেছেন তিনি এবং তারপরই একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। রাজর্ষিবাবু ভিডিয়োয় বলেন, যারা তাঁর উপর আক্রমণ চালিয়েছে, তারা এলাকার কেউ নয়। বাইরের লোক। প্রথমে এলাকার চেনা কিছু মুখ (যারা তৃণমূল সমর্থক) রাজর্ষি লাহিড়ির সামনে দিয়ে চলে যায়। পরে একদল অচেনা দুষ্কৃতী তার উপর হামলা করে। বিজেপি প্রার্থীর জামাও ছিঁড়ে দেওয়া হয়।

এদিকে ওই ঘটনার পরও নিস্তার পাননি ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। মারধরের পরেও রাজর্ষি বাবুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা তার বাড়ির দিকে আঙুল দেখিয়ে কিছু বলছিল বলে জানিয়েছেন তিনি। রাজর্ষি লাহিড়ি যখন এই কথাগুলি ভিডিয়োয় বলছিলেন, তখনই রাস্তার অপর দিক থেকে একদল ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। মোবাইলটিও রাস্তায় পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.