টাকা তুলে বাড়ি ফিরছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এক যুবতী। পথে ফাঁকা রাস্তায় তার পথ আটকায় রবিউল হকের নেতৃত্বে বাইক আরোহী পাঁচ যুবক। তরুণীর অভিযোগ, তার টাকা কেড়ে নিয়ে বাইকে তোলা হয়, মুখে কাপড় গুঁজে দেওয়া হয়।বলা হয় চিত্কার করলে ছুরি দিয়ে খুন করা হবে।
ওই দলের পান্ডা ছিল রবিউল হকের বাড়ি চাঁচলের পূর্ব দুর্গাপুর এলাকায়। ঘটনাটি ঘটে দেড় মাস আগে।
প্রথমে তাঁকে এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়, তারপর পুনেতে নিয়ে যাওয় হয়। তিনি ওই যুবকদের চেনেন না বলে জানিয়েছেন যুবতী। যদিও ঘটনার পিছনে লাভ জেহাদের সম্পর্ক রয়েছে কি না তাও পুলিশ খতিয়ে দেখছে।
যুবতী বলেন, “আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি তা জানতে চাই। কিন্তু ওরা সেই কথার কোনও উত্তর দেয়নি। উল্টে নিজেদের দুষ্কৃতী বলে পরিচয় দেয়। পাশাপাশি আমাকে বিয়ে করার হুমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করায় ওরা আমায় ছুরি দিয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে।”
ঘটনার তদন্তে নেমে পুলিশ যুবতীর মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে সে পুনেতে রয়েছে। এরপর পুণেতে যান কুমেদপুর ফাঁড়ির এএসআই রাজীব পাল। তারপরেই যুবতীকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক অপহরণকারীকেও পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রবিউল ওই যুবতীকে ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার সময় তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।