KMC Poll 2021: গণতন্ত্রে হাতেখড়ি? প্রথমবার ভোট দিতে গেলে বুথ চিনবেন কীভাবে?

রবিবাসরীয় কলকাতায় শীতের আমেজ কাটিয়ে সকাল থেকেই পুরভোটের উত্তাপের দেখা মিলেছে। তবে এরই মাঝে কলকাতা পুরভোটেই নিজের জীবনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন নতুন প্রজন্মের বহু ভোটার। রাজনৈতিক উত্তাপ তাঁদের উত্তেজনার কাছে হার মানবে। প্রথমবার ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে অবশ্য অনেকেই পুরোপুরি অবগত নন। অনেকেই আবার জানেন যা কোথায় যাবেন ভোট দিতে…

প্রথমবার যাঁরা ভোট দিতে যান, তাঁদের অনেকেই পুরো প্রক্রিয়া জানেন না। কোন বুথে গিয়ে ভোট দেবেন, তা জানবেন কী করে? এই তথ্য ভোটারদের কাছে পৌঁছে দিতে একটি ভোটার হেল্পলাইন অ্যাপ চালু করেছে কমিশন। পাশাপাশি রয়েছে ভোটার হেল্পলাইন নম্বরও। ১৯৫০ হেল্পলাইন নম্বরে <ECIP011>-র পর স্পেস দিয়ে আপনার এপিক নম্বর লিখে পাঠিয়ে দিন। এর জবাবেই কমিশন এসএমএস মারফত বিশদে জানিয়ে দেবে আপনার বুথ সংক্রান্ত তথ্য।ট্রেন্ডিং স্টোরিজ

উল্লেখ্য, পুরভোটে ১৪৪টি আসনে মোট প্রার্থী সংখ্যা ৯৫০। তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছে। এদিকে বিজেপি প্রার্থী দেয়নি দুটি আসনে। অপরদিকে বামেরা প্রার্থী দিয়েছে ১২৮ আসনে। যদিও তাদের মোট প্রার্থীর সংখ্যা ১২৯। কারণ ১০৬ নম্বর ওয়ার্ডে সিপিএম আর আরএসপি দু’দলই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। কংগ্রেস আবার প্রার্থী দিয়েছে ১২১টি আসনে। নির্বাচনে নির্দল প্রার্থী ৩৭৮। তাঁদের মধ্যে যেমন রয়েছেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তেমনই আছেন বিজেপির প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস। এদিকে কলকাতায় সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। অপরদিকে কলকাতায় সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ১৪২ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.