গত তিন চারদিন ধরেই কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলের তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করেছে। শুক্রবার তাপমাত্রার পারদ আরও নেমে ১৩ ডিগ্রির ঘরে চলে যায়। এই আবহে দক্ষিণবঙ্গে খুব একটা জলদি তাপমাত্রার পারদ চড়তে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। উত্তর ভারতের কনকনে ঠান্ডা বাতাস অবাধে প্রবেশ করায় রাজ্যে শীত দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে, আগামী সপ্তাহে পারদ আরও নামবে।
শুক্রবার কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৮ শতাংশ এবং ৩৭ শতাংশ৷ শনিবার প্রধানত পরিষ্কার ঝকঝকে আকাশ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশপাশে থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস৷ এমনকি পারদ আজও ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে বলে পূর্বাভাস। ট্রেন্ডিং স্টোরিজ
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দুটো দিন এবং নতুন সপ্তাহের প্রথম দুই দিন পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা কনকনে ঠাণ্ডা হাওয়ার কারণেই দেশের পূর্বদিকের তাপমাত্রার পারদ কমছে এই গতিতে। দক্ষিণ-পূর্ব দিকের সামুদ্রিক বাতাস সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বাতাস থেকে জলীয় বাষ্প দ্রুত কমে গিয়েছে।