সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও বাহিনী আর্জি নিয়ে ধাক্কা খেয়েছে বিজেপি। তবে এতেও হাল ছাড়ছে না গেরুয়া শিবির। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টে গেল বিজেপি। আজই ভিত্তিতে শুনানির আবেদন জানাতে চলেছে বিজেপি। যদিও পুরভোট শুরু হতে বাকি ২৪ ঘণ্টারও কম সময়। তবে শেষ পর্যন্ত হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পদ্ম নেতা ও আইনজীবীরা।
প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কলকাতা পুরভোটে হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই৷ তবে এর পাশাপাশি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে বাস্তব পরিস্থিতি ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে৷ তবে সরকার ও রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে বলে জানিয়েছে আদালত। এই বিষয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে তাদেরই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। তারপরই বিজেপি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ট্রেন্ডিং স্টোরিজ
এদিন অন্তরবর্তীকালীন নির্দেশে বিচারপতিরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে মনে করছে না ডিভিশন বেঞ্চ। তবে সাধারণ ভোটারদের ভয় দূর করতে ও আত্মবিশ্বাস বাড়াতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এলাকায় রুটমার্চের কথাও বলা হয়েছে৷ পাশাপাশি ১৯ ডিসেম্বর সব বুথে সিসিটিভি লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা যেন যথাযথভাবে পালন করা হয় সেটাও দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাধারণ ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কী কী পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে, তা আগামী ২৩ ডিসেম্বর হাইকোর্টের কাছে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে।