দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। করোনার এই নয়া ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হানা দিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১০১ ছুঁয়েছে।
দিল্লিতে আজ নতুন করে ১২ জনের শরীরে মেলে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন৷ দেশে সবথেকে বেশি ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে৷ সেখানে ৩২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷ তাছাড়াও কর্নাটক, গুজরাত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও এই রাজ্যেও হানা দিয়েছে ওমিক্রন৷ কর্নাটকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭। ভারতে টানা চার দিন ধরে ওমিক্রন কেস রেকর্ড হয়েছে। মঙ্গলবার এবং বুধবারও সারা দেশে ১২টি নতুন ওমিক্রন সংক্রমণ সনাক্ত করা হয়েছিল। গত ২ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। বেঙ্গালুরুতে দুই জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল সেদিন। এর ১৫ দিনের মধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি পার করে গেল।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন ডেল্টার তুলনায় কম মারাত্মক। পাশাপাশি ওমিক্রনের উপর টিকার কার্যকারিতা কম। তবে গবেষণায় স্পষ্টতই উঠে এসেছে যে ওমিক্রন ডেল্টার থেকে বেশি সংক্রামক হতে চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ব্রিটেনে এক ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। গলা খুশখুশ ছাড়া কাশি, হালকা জ্বর, ক্লান্তি- এসবই হল ওমিক্রনের প্রাথমিক লক্ষণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন ডেল্টার তুলনায় কম মারাত্মক হলেও বেশই সংক্রামক।