শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের ম্যাচে ভারতীয় হকি দল পাকিস্তান হকি দলকে ৩-১ গোলে হারাল। এদিন ভারতীয় দল আক্রমণাত্মক ভাবে শুরু করেছিল। এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দেখিয়েছে ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে ভারতীয় দল ১-০ তে এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। পাকিস্তানি খেলোয়াড়দের ফাঁকি দিয়ে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারত আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। তবে এই সময় পাকিস্তান দলের রক্ষণ খুব শক্তিশালী দেখাচ্ছিল। দ্বিতীয় কোয়ার্টারে ভারত ৩টি গোল করার চেষ্টা করলেও সব চেষ্টাই ব্যর্থ করে দেয় পাকিস্তানের রক্ষণ। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে, আকাশদীপ সিং ৪২তম মিনিটে গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেয়।
ম্যাচের ৪৪তম মিনিটে গোল করে পাকিস্তানের হয়ে দলের খাতা খোলেন জুনায়েদ মঞ্জুর। এর সঙ্গে পাকিস্তান ব্যবধান কমায়। এরপরে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করে পাকিস্তান। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে হরমনপ্রীত সিং তৃতীয় গোল করে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ম্যাচের শেষ পর্যন্ত দুই দলই গোলের জন্য লড়াই চালিয়ে গেলেও কোনও সাফল্য পায়নি।
ম্যাচ হারলেও এদিন পাকিস্তানি গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্স দেখল সকলে। এই ম্যাচে পাকিস্তানি গোলরক্ষক আলি আমজাদের পারফরম্যান্স ছিল খুবই ভালো। তার চমৎকার ডিফেন্সের কারণে ম্যাচে বড় লিড নিতে পারেনি ভারতীয় দল। আমজাদ ভুল করলেই ভারতীয় দল প্রথম কোয়ার্টারেই তিনটি গোল করতেই পারত। কিন্তু এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় দলকে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে। তবে দ্বিতীয় ম্যাচে ভারত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বাগতিক বাংলাদেশকে একতরফা ম্যাচে ৯-০ গোলে হারায়। ২০১৮ সালে ভারত ও পাকিস্তান যৌথ বিজয়ী হয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচটি বিঘ্নিত হওয়ায় ফাইনাল বাতিল করতে হয়। এরপর উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।