বিসিসিআই সভাপতি সৌরভ জানিয়েছেন, বোর্ড বিরাট কোহলিকে টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেছিল। তিনি নিজে এবিষয়ে কথা বলেছিলেন বিরাটের সঙ্গে। বুধবার সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি জানান, তাঁকে কেউ ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করেননি। সুতরাং, কোহলির দাবি সত্যি হলে এটা প্রতিষ্ঠিত হয় যে, সৌরভ তাহলে মিথ্যা বলছেন।
যদিও প্রকাশ্যে কোহলি যাই দাবি করুন না কেন, তাতে এটাও প্রমাণ হয় না যে, তিনি সত্যি বলছেন। এখন সৌরভ নাকি কোহলি, কার দাবি সত্যি, সেবষয়ে জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে।ট্রেন্ডিং স্টোরিজ
বিরাট কোহলির বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের কয়েক ঘণ্টা পরে বোর্ডের তরফে প্রতিক্রিয়া মেলে। এক্ষেত্রে তারা নিজেদের পুরনো দাবিতে অনড় থাকে। India Today-কে এক বোর্ড কর্তা জানান, তাঁরা সেপ্টেম্বরে সত্যিই কোহলিকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন।
সংশ্লিষ্ট বিসিসিআই কর্তা বলেন, ‘বিরাট কোহলি এটা বলতে পারেন না যে, আমরা তাঁর সঙ্গে আলোচনা করিনি। আমরা সেপ্টেম্বরে ওঁর সঙ্গে কথা বলি এবং টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করি। কোহলি যখন নিজে থেকেই টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, তখন সাদা বলের ক্রিকেটে দু’জন ক্যাপ্টেন রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। চেতন শর্মা (নির্বাচক প্রধান) মিটিংয়ের দিন সকালে কোহলিকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি নিয়ে জানিয়েছিলেন।’