মাদক মামলায় বড় স্বস্তি পেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত সপ্তাহেই মুম্বই এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা লাঘব করার জন্য আবেদন জানিয়েছিলেন আরিয়ান বম্বে হাইকোর্টের কাছে। বুধবার সামনে এল রায়। এবার থেকে আর প্রতি সপ্তাহে মুম্বইতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যেতে হবে না তাঁকে।
বিচারপতি এনডব্লিউ সাম্বরের বেঞ্চ এই রায়ে দিয়েছে। কিছুটা বদল আনা হয়েছে আরিয়ান খানের জামিনের শর্তে। আর্থার রোড জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই আরিয়ান প্রতি বৃহস্পতিবার করে যেতেন এনসিবি অফিসে। এমনকী, নিজের ২৪ বছরের জন্মদিনেও এনসিবি অফিসে যেতে হয়েছিল তাঁকে। তবে এবার থেকে এনসিবির তরফ থেকে আরিয়ানকে ডেকে পাঠানো হবে, হাজিরার প্রয়োজন নেই। ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র সদর দফতরে বা মুম্বই অফিসে যাবেন আরিয়ান। তবে, ৪৮ ঘণ্টা আগে আরিয়ানকে সেটা জানিয়ে দিতে হবে এনসিবিকে। ট্রেন্ডিং স্টোরিজ
এতদিন মুম্বই ছেড়ে কোথাও গেলে নিজের গতিবিধি এনসিবিকে জানাতে হত আরিয়ানকে। তবে এবার থেকে জেরার জন্য দিল্লি গেলে তা জানানোর প্রয়োজন নেই। তবে, অন্য দরকারে মুম্বই ছাড়লে তা জানিয়ে রাখতে হবে আরিয়ান খানকে।
আরিয়ানের আবেদনে বলা হয়েছিল, এই কেসের সাথে এখন আর মুম্বই এনসিবি অফিসের কোনও সম্পর্ক নেই। এখন এটা দেখছে এনসিবি-র স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এমনকী, তাঁদের তরফে ইতিমধ্যে বয়ানও রেকর্ড করা হয়েছে। আরিয়ানের তরফে আরও জানানো হয়, তিনি যখনই এনসিবির অফিসে হাজির হন তখন বাইরে থিকথিক করে ভিড়। একাধিক পুলিশকে তা সামলাতে হয়। যা সমস্যার হয়ে দাঁড়ায়।
৩ অক্টোবর এক প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ানকে। তারপর কিছুদিন এনসিবি হেফাজতে থাকার পর আর্থার রোডের জেলে ছিলেন শাহরুখ-পুত্র। ৩১ ডিসেম্বর তিনি জামিনে বের হন জেল থেকে।