বিরাট নাকি অশ্বিনের ‘বিরোধী’! কোহলির কথায় T20 বিশ্বকাপে খেলেন স্পিনার, ফাঁস সৌরভের

নিশ্চিত ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের দলে রবিচন্দ্রন অশ্বিনকে চেয়েছিলেন বিরাট কোহলি। এমনই রহস্য ফাঁস করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। যিনি সাদা বলের ক্রিকেটে অশ্বিনের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন।

সাংবাদিক বোরিয়া মজুমদারের ‘ব্যাকস্টেজ উইফ বোরিয়া’ অনুষ্ঠানে অশ্বিনের দুর্দান্ত ছন্দের বিষয়ে সৌরভকে প্রশ্ন করা হয়। বোরিয়া জানতে চান, ‘আপনি কি নিশ্চিত ছিলেন যে একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে অশ্বিন প্রত্যাবর্তন করবেন?’ তাতে কোনও লুকোছাপা না করে সৌরভ স্পষ্ট ভাষায় বলেন, ‘না। আমি ছিলাম না। আমি নিশ্চিত ছিলাম না যে ও সাদা বলে (ভারতীয় দলে) থাকবে। তারপর বিরাট কোহলি ওকে (অশ্বিন) দলে চেয়েছিল। (টি-টোয়েন্টি) বিশ্বকাপের দলে চেয়েছিল। যেটুকু সুযোগ পেয়েছে, তাতে দুর্দান্ত খেলেছে বলে মনে হয়েছে আমার।’ উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ তিনটি ম্যাচে খেলেছিলেন অশ্বিন। নিয়েছিলেন ছ’উইকেট। ইকোনমি রেট ছয়েরও কম ছিল।ট্রেন্ডিং স্টোরিজ

এমনিতে দীর্ঘদিন ভারতের সাদা বলের ক্রিকেটে ব্রাত্য ছিলেন অশ্বিন। কিছুটা অবাক করেই তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়। সেই সময় একাধিক মহলের তরফে দাবি করা হয়েছিল, অশ্বিনকে দলে রাখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহিত শর্মার। যিনি সেই সময় ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। বিরাট অবশ্য রোহিতের স্বপক্ষেই ছিলেন বলে দাবি করা হয়েছিল। এবার প্রেসিডেন্ট সৌরভ স্পষ্ট করে দিলেন, অশ্বিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখতে চেয়েছিলেন বিরাট। যে বিরাটের বিরুদ্ধে একটি মহল থেকে অভিযোগ তোলা হত যে তিনি নাকি অশ্বিনের ‘বিরোধী’। অশ্বিনকে নাকি তিনি পছন্দ করেন না। সাদা বলের ক্রিকেটে অশ্বিনকে দলে রাখেন না। টেস্টেও হামেশা প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.